ঢাকামঙ্গলবার , ১৩ জানুয়ারি ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. উন্নয়ন ও সমৃদ্ধি
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরির খবর
  10. জনদুর্ভোগ
  11. জাতীয়
  12. জাতীয় সংসদ নির্বাচন ২০২৪
  13. ধর্ম
  14. নারী ও শিশু
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

ইরান ছাড়তে মার্কিন নাগরিকদের জরুরি সতর্ক বার্তা

নিজস্ব প্রতিবেদন
জানুয়ারি ১৩, ২০২৬ ৬:৩২ পূর্বাহ্ণ
Link Copied!

আন্তর্জাতিক ডেস্ক ॥ ইরানে চলমান বিক্ষোভ ঘিরে নিরাপত্তা ঝুঁকি চরম আকার ধারণ করায় দেশটিতে অবস্থানরত মার্কিন নাগরিকদের দ্রুত ইরান ত্যাগের নির্দেশনা দিয়েছে যুক্তরাষ্ট্র সরকার। সোমবার (১২ জানুয়ারি) স্থানীয় সময় ইরানে যুক্তরাষ্ট্রের ভার্চুয়াল দূতাবাস এ সংক্রান্ত একটি জরুরি সতর্কতা জারি করে।

সতর্কবার্তায় বলা হয়েছে, দেশজুড়ে চলমান বিক্ষোভ সহিংস হয়ে উঠতে পারে। এতে ব্যাপক গ্রেপ্তার, আহত হওয়া এবং সাধারণ মানুষের দৈনন্দিন জীবনে মারাত্মক ব্যাঘাত ঘটার সম্ভাবনা রয়েছে। এ পরিস্থিতিতে ইরানি কর্তৃপক্ষ নিরাপত্তা জোরদার করেছে এবং বিভিন্ন যোগাযোগব্যবস্থায় নিয়ন্ত্রণ আরোপ করেছে।

দূতাবাসের তথ্যমতে, ইরান সরকার মোবাইল ফোন, ল্যান্ডলাইন এবং জাতীয় ইন্টারনেট নেটওয়ার্কে প্রবেশাধিকার সীমিত করেছে। একই সঙ্গে আন্তর্জাতিক ও অভ্যন্তরীণ ফ্লাইট বাতিল বা সীমিত করা হচ্ছে। বেশ কয়েকটি পরিবহন সংস্থা আগামী ১৬ জানুয়ারি পর্যন্ত তাদের কার্যক্রম স্থগিত রেখেছে।

এই অবস্থায় মার্কিন নাগরিকদের প্রতি সতর্ক আহ্বান জানিয়ে বলা হয়, যুক্তরাষ্ট্র সরকারের সহায়তার ওপর নির্ভর না করে নিজ উদ্যোগে ইরান ছাড়ার পরিকল্পনা নিতে হবে। বিশেষ করে স্থলপথে আর্মেনিয়া ও তুরস্ক হয়ে দেশ ত্যাগ করার কথা বিবেচনা করতে বলা হয়েছে।

সতর্কবার্তায় আরও উল্লেখ করা হয়, দীর্ঘমেয়াদি ইন্টারনেট বিভ্রাট ঘটতে পারে। তাই বিকল্প যোগাযোগব্যবস্থার পরিকল্পনা রাখা জরুরি। যারা ইরান ছাড়তে পারছেন না, তাদের নিরাপদ স্থানে অবস্থান এবং জরুরি খাদ্য, পানি ও প্রয়োজনীয় সামগ্রী মজুত রাখার পরামর্শ দেওয়া হয়েছে।

বিশেষভাবে মার্কিন-ইরানি দ্বৈত নাগরিকদের জন্য গুরুতর ঝুঁকির কথা পুনরায় উল্লেখ করা হয়েছে। সতর্কবার্তায় বলা হয়, ইরান সরকার দ্বৈত নাগরিকত্ব স্বীকার করে না এবং দ্বৈত নাগরিকদের শুধুমাত্র ইরানি নাগরিক হিসেবেই বিবেচনা করে। ফলে মার্কিন পাসপোর্ট প্রদর্শন বা যুক্তরাষ্ট্রের সঙ্গে সংশ্লিষ্টতা দেখানোই গ্রেপ্তার বা আটক হওয়ার জন্য যথেষ্ট হতে পারে।

দূতাবাস সতর্ক করে জানায়, ইরানে অবস্থানরত মার্কিন নাগরিকদের জিজ্ঞাসাবাদ, গ্রেপ্তার ও আটক হওয়ার ঝুঁকি অত্যন্ত বেশি।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।