স্পোর্টস ডেস্ক ॥ বাংলাদেশ ক্রিকেট বোর্ড ও ক্রিকেটারদের দ্বন্দ্বের জেরে বিপিএল কার্যত অচল হয়ে পড়েছে। ক্রিকেটারদের বয়কটের কারণে ঢাকা পর্বের প্রথম দিনেই দুটি ম্যাচ স্থগিত হয়েছে। পরিস্থিতি বিবেচনায় বিপিএল স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছে বিসিবি, যা রাতেই ফ্র্যাঞ্চাইজিসহ সংশ্লিষ্ট সবাইকে জানানো হবে বলে নিশ্চিত করেছেন বোর্ডের একজন পরিচালক।
ঘটনার সূত্রপাত বুধবার (১৪ জানুয়ারি), যখন বিসিবি পরিচালক এম নাজমুল ইসলাম ক্রিকেটারদের নিয়ে বিতর্কিত মন্তব্য করেন। এর পরপরই কোয়াব তার পদত্যাগ দাবি করে সব ধরনের ক্রিকেট থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেয়। বিসিবি দ্রুত তাকে অর্থ কমিটির দায়িত্ব থেকে সরালেও ক্রিকেটাররা তাতে সন্তুষ্ট হননি।
বৃহস্পতিবার দুপুরে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে বিপিএলের ম্যাচ শুরু হওয়ার কথা থাকলেও কোনো ক্রিকেটার মাঠে নামেননি। দুপুর সাড়ে ১২টায় টস হওয়ার কথা থাকলেও সেটিও হয়নি। মাঠে উপস্থিত ছিলেন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল ও বিপিএল টেকনিক্যাল কমিটির কর্মকর্তারা।
গ্যালারিতে উপস্থিত দর্শকদের জন্য বিসিবি দুঃখ প্রকাশ করে বার্তা দিলেও দীর্ঘ অপেক্ষায় দর্শকরা ক্ষুব্ধ হয়ে ওঠেন। এক পর্যায়ে পরিস্থিতি সামাল দিতে আইনশৃঙ্খলা বাহিনীকে হস্তক্ষেপ করতে হয়।
এ সময় বনানীর একটি হোটেলে সংবাদ সম্মেলনে কোয়াব জানায়, ক্রিকেটারদের সম্মান ও মর্যাদার প্রশ্নে তারা কোনো আপস করবে না। জাতীয় দলের অধিকাংশ ক্রিকেটার সেখানে উপস্থিত ছিলেন এবং আন্দোলনে ঐক্যবদ্ধ থাকার ঘোষণা দেন।
সব মিলিয়ে ক্রিকেটারদের অনড় অবস্থান এবং বিসিবির কঠোর সিদ্ধান্তের মুখে বিপিএলের ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়েছে। দ্রুত সমাধান না হলে দেশের ক্রিকেট বড় ধরনের সংকটে পড়তে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
