স্পোর্টস ডেস্ক ॥ বিশ্বকাপে প্রথম ম্যাচে বাংলাদেশের অনূর্ধ্ব-১৯ দলের তরুণ পেসার আল ফাহাদ সব কণ্ঠে প্রশংসা কুড়িয়েছেন। ভারতের অনূর্ধ্ব-১৯ দল ২৩৮ রানে অলআউট হয়, যার পেছনে আল ফাহাদের ৫ উইকেটের অবদান সবচেয়ে বড়। মাত্র ৯.২ ওভারে ৩৮ রান খরচ করে এই চমৎকার বোলিং প্রদর্শন করেন ফাহাদ। যুব বিশ্বকাপে ৫ উইকেট নেওয়া তিনি বাংলাদেশের অষ্টম বোলার হিসেবে রেকর্ড তৈরি করেন।
টস করেছিলেন সহ-অধিনায়ক জাওয়াদ আবরার এবং তিনি ভারতের দলকে ব্যাটিংয়ে পাঠান। পাওয়ার প্লেতে ফাহাদের তোপে ভারত ৩ উইকেট হারায়। দুই বলে অধিনায়ক আয়ুশ মাত্রে (৬) ও ভেদান্ত ত্রিভেদি (০) আউট হন। অন্যদিকে বাঁহাতি ওপেনার বৈভব সূর্যবংশী ৬৭ বলে ৭২ রান করেন। তাকে আউট করেন ইকবাল হোসেন।
অভিজ্ঞান কুন্ডু রয়েস খেলায় ভারতের দুইশরান পেরোয় ভূমিকা রাখেন। নতুন স্পেলে ফিরে খিলান প্যাটেলের পর ৮০ রান করা কুন্ডুকে ফেরান ফাহাদ। শেষ ব্যাটার দিপেশ দেবেন্দ্রকে আউট করে নিজের ৫ উইকেট পূর্ণ করেন তরুণ ফাস্ট বোলার।
ফাহাদের বোলিং এবং দলের সমন্বিত পারফরম্যান্স বাংলাদেশের বিশ্বকাপের যাত্রা শুরুতেই উজ্জ্বল সম্ভাবনা দেখাচ্ছে।
