ঢাকাসোমবার , ২৩ অক্টোবর ২০২৩
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. উন্নয়ন ও সমৃদ্ধি
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরির খবর
  10. জনদুর্ভোগ
  11. জাতীয়
  12. জাতীয় সংসদ নির্বাচন ২০২৪
  13. ধর্ম
  14. নারী ও শিশু
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

পাকিস্তানের কাছে ক্ষেপণাস্ত্রের উপকরণ বিক্রি, তিন চীনা কোম্পানিকে মার্কিন নিষেধাজ্ঞা

নিজস্ব প্রতিবেদন
অক্টোবর ২৩, ২০২৩ ১:১৬ অপরাহ্ণ
Link Copied!

আন্তর্জাতিক ডেস্ক : ক্ষেপণাস্ত্রে ব্যবহার করা যায়, এমন কিছু উপকরণ পাকিস্তানের কাছে বিক্রি করার অভিযোগে চীনের তিনটি কোম্পানির ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র। এসব উপকরণ পাকিস্তানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচিতে ব্যবহার হতে পারে বলে ধারণা মার্কিনদের।

বার্তা সংস্থা পিটিআইকে উদ্ধৃত করে টাইমস অব ইন্ডিয়ার খবরে বলা হয়েছে, বিশ্বব্যাপী অস্ত্র বিস্তার রোধের অংশ হিসেবে এই নিষেধাজ্ঞা আরোপ করা হচ্ছে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর।

গত শুক্রবার এক বিবৃতিতে পররাষ্ট্র দপ্তর বলেছে, নির্বাহী আদেশ ১৩৩৮২ অনুসারে তিনটি প্রতিষ্ঠানকে মনোনীত করা হয়েছে, যারা গণবিধ্বংসী অস্ত্র ও তার সরবরাহের সঙ্গে সম্পৃক্ত। গণপ্রজাতন্ত্রী চীনভিত্তিক (পিআরসি) এই তিন প্রতিষ্ঠান পাকিস্তানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচিতে ক্ষেপণাস্ত্র-সম্পর্কিত উপকরণ সরবরাহ করার জন্য কাজ করেছে।

নিষেধাজ্ঞার আওতায় পড়া প্রতিষ্ঠান তিনটি হচ্ছে—জেনারেল টেকনোলজি, বেইজিং লুও লুও টেকনোলজি ডেভেলপমেন্ট কোম্পানি ও চাংঝো ইউটেক কম্পোজিট কোম্পানি।

গণবিধ্বংসী অস্ত্রের বিস্তার বা তার সরবরাহের ক্ষেত্রে অবদান রাখে, এমন কার্যকলাপ বা লেনদেনে জড়িত বা জড়িত থাকার চেষ্টা করার অভিযোগে বিভিন্ন প্রতিষ্ঠানকে নিষেধাজ্ঞা দিতে পারে যুক্তরাষ্ট্র। পাকিস্তানের ক্ষেত্রেও এ জাতীয় সামরিক উপকরণ তৈরি, অর্জন, অধিকার, বিকাশ, পরিবহন, স্থানান্তর বা ব্যবহার করার যেকোনো প্রচেষ্টায় সহযোগিতা করার দিকগুলো বিবেচনায় নিয়ে তিন চীনা প্রতিষ্ঠানকে নিষেধাজ্ঞার আওতায় এনেছে যুক্তরাষ্ট্র।

পাকিস্তানের ঘনিষ্ঠ মিত্র চীন এবং সে সুবাদে পাকিস্তানের সামরিক ব্যবস্থা আধুনিকীকরণ কর্মসূচিতে অস্ত্র ও প্রতিরক্ষা সরঞ্জামের প্রধান সরবরাহকারীও হচ্ছে চীন।

চীনের কোম্পানিগুলোর মধ্যে জেনারেল টেকনোলজি লিমিটেড পাকিস্তানের কাছে ব্রেজিং উপকরণ সরবরাহ করেছে। ব্রেজিং উপকরণ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের ইঞ্জিনের উপাদানগুলো যুক্ত করতে ও দহন চেম্বার তৈরির কাজে ব্যবহার হয়। আর বেইজিং লুও লুও টেকনোলজি ম্যান্ড্রেল ও অন্যান্য যন্ত্রপাতি সরবরাহের জন্য কাজ করেছে। এসব উপকরণ কঠিন প্রপেলান্ট রকেট মোটর তৈরিতে কাজে লাগে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।