উজিরপুর প্রতিনিধি : বরিশালের উজিরপুর উপজেলায় যাত্রীবাহী বাসের চাপায় নাসির সরদার (৩০) নামে এক ব্যাটারিচালিত ইজিবাইক চালক নিহত হয়েছেন।
শনিবার (১২ আগস্ট) বিকেল ৩টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের উজিরপুর উপজেলার মুন্ডপাশা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নাসির উজিরপুর উপজেলার মুণ্ডপাশা এলাকার নুরু সরদারের ছেলে।
স্থানীয়রা জানান, ইজিবাইক চালক নাসির মহাসড়কের নতুন শিকারপুর থেকে ইচলাদির দিকে যাচ্ছিলেন। এ সময় সাকুরা পরিবহনের বেপরোয়া গতির একটি বাস পেছন থেকে ইজিবাইকটিকে চাপা দিলে ঘটনাস্থলেই নাসির নিহত হন।
প্রত্যক্ষদর্শীদের বরাতে গৌরনদী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম রসুল জানান, ঢাকা থেকে বরিশালগামী সাকুরা পরিবহনের একটি বাস ব্যাটারিচালিত ইজিবাইককে চাপা দেয়। পরে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় নাসিরকে উদ্ধার করে উজিরপুর উপজেলা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
তিনি জানান, বাসটিকে আটক করা হয়েছে। এ বিষয়ে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

 
                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
								                                                                                     
                                     
                                 
                                 
                                 
                                