ঢাকামঙ্গলবার , ৩১ অক্টোবর ২০২৩
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. উন্নয়ন ও সমৃদ্ধি
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরির খবর
  10. জনদুর্ভোগ
  11. জাতীয়
  12. জাতীয় সংসদ নির্বাচন ২০২৪
  13. ধর্ম
  14. নারী ও শিশু
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

বরিশালে ইলিশ শিকার করায় ৪৭ জেলের কারাদণ্ড

নিজস্ব প্রতিবেদন
অক্টোবর ৩১, ২০২৩ ১:০২ অপরাহ্ণ
Link Copied!

এইচ.এম.এ রাতুল : বরিশালে বিভাগের বিভিন্ন নদীতে নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ নিধনের সময় অভিযান চালিয়ে ২৪ ঘন্টায় ৪৭ জেলেকে কারাদণ্ড প্রদান করা হয়েছে। পাশাপাশি ৮৮ হাজার ৫ টাকা জরিমানা আদায় করা হয়েছে।

এ নিয়ে গোটা অভিযানে গেলো ১৯ দিনে এখন পর্যন্ত ৬৮৪ টি মামলায় ৭৪২ জন‌ জেলেকে বি‌ভিন্ন মেয়াদে কারাদণ্ড প্রদান করা হয়েছে। পাশাপা‌শি ১২ লাখ ৫৬ হাজার ৬ শত টাকা জ‌রিমানা আদায় করা হয়।

বিভাগীয় মৎস অফিস থেকে প্রাপ্ত তথ্যানুযায়ী, ১২ অক্টোবর থেকে ৩১ অক্টোবর সকাল ৮টা পর্যন্ত বরিশাল বিভাগে ২ হাজার ৩৬৩ টি অভিযান চালানো হয়েছে এবং ৮৯৭ টি মোবাইল কোর্ট করা হয়েছে। যেখানে গেলো উনিশদিনে বরিশাল বিভাগের ২৭৯ বার বি‌ভিন্ন মৎস অবতরণ কেন্দ্র, ৩ হাজার ৭৯৪ বার বি‌ভিন্ন মাছঘাট, ৬ হাজার ৪০১ বার বি‌ভিন্ন আড়ৎ ও ৪ হাজার ১৭২ বার বি‌ভিন্ন বাজার পরিদর্শন করেছে মৎস অধিদপ্তরে জেলা ও উপজেলা কার্যালয়ের কর্মকর্তারা।

আর গেলো উনিশদিনের অভিযানে ১৩ হাজার ৬৮৬ কেজি ইলিশ জব্দ করা হয়েছে। পাশাপাশি ৮‌ কো‌টি ৬১ লাখ ৯৫ হাজার ৫ শত টাকা মূল্যের ৪২ লাখ ৬৮ হাজার ৬ শত মিটার অবৈধ জাল জব্দ করা হয়েছে। জব্দ হওয়া সামগ্রী নিলাম করে আয় হয়েছে ৪ লাখ ৭৬ হাজার টাকা।

মৎস্য বিভাগের সহকারী পরিচালক মো. নাসির উদ্দিন জানান, ১১ অক্টোবর দিবাগত মধ্যরাত থেকে ২ নভেম্বর মধ্যরাত পর্যন্ত উপকুলের ৭ হাজার বর্গ কিলোমিটারের মূল প্রজনন স্থল সহ সারা দেশে ইলিশ আহরন, পরিবহন ও বিপনন নিষিদ্ধ থাকছে। এ সময়ে বরিশাল বিভাগের ৩ লাখ ৭ হাজার ৮৪১ জেলেকে ২৫ কেজি করে চাল দেয়া হচ্ছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।