ঢাকামঙ্গলবার , ১৪ জানুয়ারি ২০২৫
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. উন্নয়ন ও সমৃদ্ধি
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরির খবর
  10. জনদুর্ভোগ
  11. জাতীয়
  12. জাতীয় সংসদ নির্বাচন ২০২৪
  13. ধর্ম
  14. নারী ও শিশু
  15. ফিচার

নগরীতে গাঁজা ও মরফিন ইনজেকশনসহ আটক ৬

নিজস্ব প্রতিবেদন
জানুয়ারি ১৪, ২০২৫ ৫:৫৬ পূর্বাহ্ণ
Link Copied!

নগরীতে গাঁজা ও মরফিন ইনজেকশনসহ আটক
নিজস্ব প্রতিবেদক ॥
বরিশালে মাদক অধিদপ্তর ও ডিবি পুলিশের পৃথক অভিযানে ৬ মাদক ব্যবসায়ী আটক হয়েছে। এসময় তাদের কাছ থেকে গাঁজা ও মরফিন ইনজেকশন উদ্ধার করা হয়েছে।
গত রোববার সন্ধ্যা থেকে সোমবার বিকেল পর্যন্ত নগরের বিভিন্ন এলাকা থেকে তাদের আটক করা হয়।
আটকৃতরা হল, নগরীর কলেজ এভিনিউ এলাকার হানিফুর রহমান রিদয়, তার স্ত্রী ফাবিহা মিনহা রেখা ও ভোলার আলীনগর গ্রামের মাসুম দেওয়ান এবং নলছিটি উপজেলার ৯ নম্বর দপদপিয়া এলাকার মাসুম ফকির ।
গতকাল রাতে বিষয়টি নিশ্চিত করে মহানগর গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের পরিদর্শক ইসমাইল হোসেন জানান, সোমবার বিকেল সাড়ে ৩ টায় নগরের বগুড়া রোড অপসো স্যালাইন এসসিজিএম মাধ্যমিক বিদ্যালয়ের সামনে অভিযান চালিয়ে এক কেজি গাঁজাসহ মাসুম দেওয়ান, মাসুম ফকিরকে আটক করা হয়।
মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক সিরাজুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে গত রোববার সন্ধ্যায় নগরের কলেজ এভিনিউ এলাকায় হানিফুর রহমান রিদয়ের ভাড়াটিয়া বাসায় অভিযান চালানো হয়।
এসময় জি-মরফিন ইনজেকশন ৫টি এ্যামপুল ও টি ইজিয়াম ইন ১২৫ এ্যামপুলসহ হানিফুর রহমান রিদয় দম্পতিসহ ৪ জনকে আটক করা হয়।
পৃথক ঘটনায় অভিযুক্তদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানিয়েছন তারা।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।