পিরোজপুর প্রতিনিধি: পিরোজপুরে কাউখালী উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য অধিদপ্তরের উদ্যোগে বৃহস্পতিবার দিনব্যাপী (২ নভেম্বর) উপজেলার কচা ও সন্ধ্যা নদীতে মা ইলিশ প্রধান প্রজনন মৌসুমে ইলিশ সংরক্ষণ অভিযান বাস্তবায়নে এক মোবাইল কোর্ট পরিচালনা করে প্রায় বিশ হাজার মিটার অবৈধ জাল আটক করা হয়। যার আনুমানিক মূল্য প্রায় ২ লক্ষ টাকা।
পরে আটককৃত অবৈধ জালগুলো বিকালে জনসম্মুখে পুড়িয়ে ফেলা হয়েছে। মোবাইল কোর্ট পরিচালনা করেন, কাউখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা সজল মোল্লা।
এ সময় উপস্থিত ছিলেন কাউখালী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ বায়জিদুর রহমান ও কাউখালী উপজেলা মৎস্য কর্মকর্তা হাফিজুর রহমান।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।