ঢাকারবিবার , ১২ মে ২০২৪
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. উন্নয়ন ও সমৃদ্ধি
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরির খবর
  10. জনদুর্ভোগ
  11. জাতীয়
  12. জাতীয় সংসদ নির্বাচন ২০২৪
  13. ধর্ম
  14. নারী ও শিশু
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

আড়াই বছরের সাজার ভয়ে পালিয়ে ১২ বছর, অত:পর …

নিজস্ব প্রতিবেদন
মে ১২, ২০২৪ ১:৫৬ অপরাহ্ণ
Link Copied!

গৌরনদী প্রতিনিধি: বরিশালের গৌরনদী উপজেলার খাঞ্জাপুর গ্রামের পূর্ব বয়সা গ্রামের ইব্রাহিম হাওলাদারের ছেলে রনি হাওলাদার। যার বিরুদ্ধে ২০০৮ সালে ঢাকার ধানমন্ডি থানায় একটি মারামারি মামলা দায়ের করা হয়। ওই মামলায় রনির বিরুদ্ধে ২০১২ সালে আড়াই বছরের সাজা ঘোষনা করেন আদালত।

মামলার রায়ের পর থেকে ১২ বছর যাবত পালিয়ে বেড়াচ্ছিলেন রনি।

অতপর, শনিবার রাতে ঢাকার মোহাম্মদপুর এলাকায় গৌরনদী মডেল থানার এএসআই আসাদুল ইসলাম ও আমিনুল ইসলামের নেতৃত্বে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

একইদিন গৌরনদীর সাহাজিরা গ্রামের শুশিল দেবনাথের ছেলে তপন দেবনাথকে সায়েদাবাদ এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।

তপন দেবনাথ একটি মামলায় এক বছর সাজা খাটা ভয়ে আট বছর যাবত পালিয়ে বেড়াচ্ছিলো।

তথ্যের সত্যতা নিশ্চিত করে গৌরনদী মডেল থানার পরিদর্শক (তদন্ত) মোঃ মাজহারুল ইসলাম জানান, রোববার দুপুরে গ্রেপ্তারকৃতদের আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।