ঝালকাঠি প্রতিনিধি: ঝালকাঠির নলছিটিতে ৪০ পিস ইয়াবাসহ রাজিব মাঝি নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।
সোমবার (২১ আগস্ট) সকালে নলছিটি উপজেলার দপদপিয়া ইউনিয়নের জুরকাঠি এলাকায় থেকে তাকে আটক করা হয়।আটককৃত রাজিব মাঝি (৩০) ওই এলাকার মোঃ জাহাঙ্গীর মাঝির ছেলে।
নলছিটি থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) শহিদুল আলম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়েছে। এসময় তার কাছে থেকে একটি সিগারেটের প্যাকেটের মধ্যে থেকে ৪০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আতাউর রহমান বলেন, তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। আমাদের মাদক অভিযান অব্যাহত রয়েছে।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।