ঢাকাবুধবার , ৪ ডিসেম্বর ২০২৪
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. উন্নয়ন ও সমৃদ্ধি
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরির খবর
  10. জনদুর্ভোগ
  11. জাতীয়
  12. জাতীয় সংসদ নির্বাচন ২০২৪
  13. ধর্ম
  14. নারী ও শিশু
  15. ফিচার

চলমান অপচেষ্টা বাংলাদেশের অগ্রগতিতে বড় বাধা: ড. ইউনূস

নিজস্ব প্রতিবেদন
ডিসেম্বর ৪, ২০২৪ ১:২৯ অপরাহ্ণ
Link Copied!

ডেস্ক রিপোর্ট ॥ নোবেল বিজয়ী ও প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস বলেছেন, চলমান অপচেষ্টা নতুন বাংলাদেশের যাত্রাকে বড় বাধার মুখে ফেলছে। বুধবার (৪ ডিসেম্বর) ফরেন সার্ভিস একাডেমিতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে এক বিশেষ বৈঠকের সূচনা বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ড. ইউনূস বলেন, “আমাদের বিশ্বকে জানাতে হবে যে আমরা ঐক্যবদ্ধ। আমরা যা পেয়েছি, তা একসঙ্গে অর্জন করেছি। যারা আমাদের দমন করার চেষ্টা করেছিল, তাদের আমরা প্রতিহত করেছি এবং নিজেদের মুক্ত করেছি। এই ঐক্য ও অর্জনের বার্তা সারা বিশ্বের সামনে তুলে ধরা উচিত।”

তিনি আরও উল্লেখ করেন, বাংলাদেশ একটি নতুন পথে যাত্রা শুরু করেছে, যেখানে উন্নয়ন, একতা ও গণতান্ত্রিক চেতনাই মূল চালিকাশক্তি। তবে অভ্যন্তরীণ বিভক্তি ও অনৈতিক প্রচেষ্টা এ যাত্রায় বড় বাধা হয়ে দাঁড়াচ্ছে। তিনি দলগুলোর প্রতি আহ্বান জানান, তারা যেন নিজেদের মধ্যে সমঝোতার ভিত্তিতে দেশের অগ্রগতিকে সর্বোচ্চ অগ্রাধিকার দেয়।

প্রফেসর ইউনূস বলেন, “আমাদের রাজনৈতিক সংস্কৃতি এমন হওয়া উচিত, যেখানে বিভেদ নয়, বরং সহযোগিতার মাধ্যমে একটি সমৃদ্ধ ও স্থিতিশীল বাংলাদেশ গড়ে তোলা সম্ভব।”

বিস্তারিত আলোচনা শেষে তিনি রাজনৈতিক দলগুলোর প্রতি একটি অভিন্ন লক্ষ্যে কাজ করার আহ্বান জানান, যা শুধু বাংলাদেশের জন্য নয়, বরং বিশ্বব্যাপী একটি মডেল হিসেবে কাজ করবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।