ঝালকাঠি প্রতিনিধি : ঝালকাঠির নলছিটি উপজেলার দপদপিয়ায় ইউনিয়নে এক প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণের অভিযোগে মামলা দায়ের করা হয়েছে। এ ঘটনায় মোঃ সিফাত খান নামের এক যুবককে আসামি করা হয়।
গত সোমবার বিকেলে ওই তরুণীর মা বাদী হয়ে নলছিটি থানায় মামলাটি দায়ের করেন। মামলার খবর নিয়ে আসামি পলাতক রয়েছে।
এজহার সূত্রে জানাগেছে, গত ১৭ আগস্ট রাতের আঁধারে ওই বাকপ্রতিবন্ধী তরুণীকে ঘরে একা পেয়ে জোর পূর্বক ধর্ষণ করে তারই প্রতিবেশী বখাটে যুবক সিফাত খান। মেয়েটি পরিবারকে ঘটনাটি জানালে তারা বিষয়টি স্থানীয় গণ্যমান্য ব্যক্তিকে জানান । এতে আসামি সিফাত ওই পরিবারের উপর ক্ষিপ্ত হয়ে বিভিন্ন রকম হুমকি ধামকি ও ধামাচাপা দিতে চেষ্টা করে ব্যর্থ হয়।
নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুঃ আতাউর রহমান বলেন, প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণের অভিযোগে মামলা নেয়া হয়েছে। আসামিকে গ্রেপ্তারের জন্য পুলিশ অভিযান অব্যাহত রয়েছে।