ঢাকারবিবার , ২৩ নভেম্বর ২০২৫
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. উন্নয়ন ও সমৃদ্ধি
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরির খবর
  10. জনদুর্ভোগ
  11. জাতীয়
  12. জাতীয় সংসদ নির্বাচন ২০২৪
  13. ধর্ম
  14. নারী ও শিশু
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

সাকিবকে পেছনে ফেলে শীর্ষে এখন তাইজুল ইসলাম

নিজস্ব প্রতিবেদন
নভেম্বর ২৩, ২০২৫ ৬:৪৬ পূর্বাহ্ণ
Link Copied!

স্পোর্টস ডেস্ক ॥ মিরপুর টেস্টে বাংলাদেশের স্পিনার তাইজুল ইসলাম গড়লেন এক অনন্য মাইলফলক। দেশের প্রথম বোলার হিসেবে টেস্ট ক্রিকেটে ২৫০ উইকেট পূর্ণ করলেন তিনি। রোববার (২৩ নভেম্বর) আয়ারল্যান্ডের বিপক্ষে পঞ্চম দিনের সকালের সেশনেই এ অর্জন আসে।

৬ উইকেটে ১৭৬ রান নিয়ে দিনের খেলা শুরু করে আয়ারল্যান্ড। ইনিংসের শুরুতেই তাইজুলের নিখুঁত লাইন-লেন্থে চাপে পড়ে ব্যাটাররা। মাত্র ১৩ রান যোগ হতেই অ্যান্ডি ম্যাকব্রাইনকে ৫৩ বলে ২১ রানে এলবিডব্লিউ করেন তিনি, যা তার ক্যারিয়ারের ২৫০তম উইকেট হিসেবে রেকর্ড হয়।

ক্যারিয়ারের মাত্র ৫৬ টেস্টে এ মাইলফলক ছোঁয়া তাইজুলকে বিশ্ব ক্রিকেটেও বিশেষ জায়গায় প্রতিষ্ঠিত করেছে। চলতি টেস্টের তৃতীয় দিনে চার উইকেট নিয়ে সাকিব আল হাসানের ২৪৬ উইকেটের পাশে যান তিনি। এরপর শনিবার দ্বিতীয় ইনিংসে অ্যান্ডি বালবার্নিকে ফেরাতেই সাকিবকে পেছনে ফেলেন।

বাংলাদেশের পক্ষে টেস্টে সর্বোচ্চ উইকেটশিকারির তালিকায় শীর্ষে এখন তাইজুল—
১) তাইজুল ইসলাম — ২৫০*
২) সাকিব আল হাসান — ২৪৬
৩) মেহেদী হাসান মিরাজ — ২০৯*
৪) মোহাম্মদ রফিক — ১০০
৫) মাশরাফি বিন মুর্তজা — ৭৮

এই অর্জন বাংলাদেশের টেস্ট ক্রিকেটে এক নতুন দিগন্ত উন্মোচন করেছে। কোচ ও সতীর্থরা আশা প্রকাশ করেছেন, সামনে আরও অনেক রেকর্ড স্পর্শ করবেন এ বাঁহাতি স্পিনার।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।