ডেস্ক রিপোর্ট ॥ সংবিধানের পঞ্চদশ সংশোধনীতে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলসহ একাধিক পরিবর্তনকে অবৈধ ঘোষণা করে হাইকোর্টের দেওয়া রায়ের বিরুদ্ধে লিভ টু আপিলের শুনানি আজ রোববার (৭ ডিসেম্বর) শুরু হয়েছে। সকাল সাড়ে ৯টায় প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে আপিল বিভাগে এই শুনানি হয়। আপিলকারীর পক্ষে বক্তব্য দেন সিনিয়র আইনজীবী ড. শরীফ ভূঁইয়া; রাষ্ট্রপক্ষে ছিলেন ব্যারিস্টার অনীক আর হক।
গত ৩ নভেম্বর সুজনের সম্পাদক বদিউল আলম মজুমদারের পক্ষে ড. শরীফ ভূঁইয়া এই আপিল দাখিল করেন। এর অনুমতি দেন সর্বোচ্চ আদালত ১৩ নভেম্বর। আপিলে পঞ্চদশ সংশোধনীর পুরো আইন বাতিলের আবেদন জানানো হয়।
হাইকোর্ট গত বছরের ১৭ ডিসেম্বর রায়ে উল্লেখ করেন, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা জনগণের অভিপ্রায় অনুযায়ী সংবিধানে যুক্ত হয়েছিল এবং তা সংবিধানের মৌলিক কাঠামোর অংশ। দলীয় সরকারের অধীনে তিনটি সংসদ নির্বাচনে জনগণের ইচ্ছার প্রতিফলন না থাকায় রাজনৈতিক অস্থিরতা চরমে পৌঁছে জুলাই গণঅভ্যুত্থান ঘটে বলে আদালত পর্যবেক্ষণ দেন।
হাইকোর্ট পঞ্চদশ সংশোধনীর ২০ ও ২১ অনুচ্ছেদ বাতিল করেন, কারণ এগুলো গণতন্ত্র—সংবিধানের মৌলিক কাঠামো—ক্ষুণ্ন করে। বাতিল করা হয় ৭ক, ৭খ এবং ৪৪(২) ধারাও। এছাড়া গণভোটের বিধান বিলুপ্তির বিরুদ্ধে রায়ে বলা হয়েছে, এটি মৌলিক কাঠামোর সঙ্গে অসামঞ্জস্যপূর্ণ; ফলে ১৪২ অনুচ্ছেদ পুনর্বহাল করা হয়।
রায়ে আদালত বলেন, পঞ্চদশ সংশোধনীর বাকি অংশগুলো বাতিল করা হয়নি, তবে ভবিষ্যতে জনগণের মতামত নিয়ে প্রয়োজন হলে সংসদ সংশোধন করতে পারবে। তাতে জাতির পিতার স্বীকৃতি, ঐতিহাসিক ভাষণের স্বীকৃতি এবং আরও ৫৪টি পরিবর্তন অন্তর্ভুক্ত রয়েছে।
আজকের শুনানিতে অংশ নেন বিএনপির জয়নুল আবেদীন, কায়সার কামাল, জামায়াতের এহসান সিদ্দিকী, ইনসানিয়াত বিপ্লবের ইশরাত হাসানসহ বিভিন্ন পক্ষের আইনজীবীরা। আপিল বিভাগ শুনানি অব্যাহত রেখেছে।
