ঢাকাসোমবার , ৮ ডিসেম্বর ২০২৫
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. উন্নয়ন ও সমৃদ্ধি
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরির খবর
  10. জনদুর্ভোগ
  11. জাতীয়
  12. জাতীয় সংসদ নির্বাচন ২০২৪
  13. ধর্ম
  14. নারী ও শিশু
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

নির্বাচন স্থগিতের আবেদন বাতিল, চলবে কার্যক্রম

নিজস্ব প্রতিবেদন
ডিসেম্বর ৮, ২০২৫ ১১:১৫ পূর্বাহ্ণ
Link Copied!

ডেস্ক রিপোর্ট ॥ আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে নির্বাহী বিভাগের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে করা রিট আবেদন উত্থাপিত নয় মর্মে খারিজ করেছে হাইকোর্ট। সোমবার (৮ ডিসেম্বর) বিচারপতি শিকদার মাহমুদুর রাজীর নেতৃত্বাধীন বেঞ্চ এই আদেশ প্রদান করে। এতে নির্বাচনের কার্যক্রম থামিয়ে দেওয়ার আবেদনও বাতিল হয়।

রিটটি দায়ের করেছিলেন বাংলাদেশ কংগ্রেসের মহাসচিব ও আইনজীবী অ্যাডভোকেট ইয়ারুল ইসলাম। তিনি দাবি করেন, নির্বাচন কমিশনের নিজস্ব কর্মকর্তাদের বাদ দিয়ে জেলা প্রশাসক (ডিসি) ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)—যারা নির্বাহী বিভাগের অংশ—তাদেরকে রিটার্নিং ও সহকারী রিটার্নিং কর্মকর্তা হিসেবে দায়িত্ব দেওয়া সংবিধানসম্মত নয়। রিটে ইলেক্টোরাল সার্ভিস কমিশন গঠনের নির্দেশনা ও নির্বাচন কমিশনের সচিবসহ সংশ্লিষ্টদের বিরুদ্ধে রুল জারির আবেদন জানানো হয়। পাশাপাশি রুল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত নির্বাচনী কার্যক্রম স্থগিত চাওয়া হয়।

রিটে বলা হয়, সংবিধান অনুসারে নির্বাচন কমিশন স্বাধীনভাবে নির্বাচন পরিচালনার দায়িত্বপ্রাপ্ত। কিন্তু বাস্তবে নির্বাহী বিভাগ সরকারের ইচ্ছামতো নির্বাচন পরিচালনা করে বলে অভিযোগ ওঠে। এর ফলে গ্রহণযোগ্যতা ও বিশ্বাসযোগ্যতা সংকট তৈরি হয়। রিটকারীর দাবি— নির্বাহী বিভাগ তাদের আস্থা হারিয়েছে, তাই তাদের ওপর নির্ভর করে সুষ্ঠু নির্বাচন হবে বলে জনগণ বিশ্বাস করে না।

অ্যাডভোকেট ইয়ারুল ইসলাম বলেন, সরকার ও ইসি ইতোমধ্যেই ডিসিদের সঙ্গে সভা করছে এবং নির্বাচন পরিচালনার দায়িত্ব দেওয়ার ইঙ্গিত দিচ্ছে। এতে আবারও প্রভাবিত নির্বাচনের ঝুঁকি দেখা দিচ্ছে। তিনি জেলা ও উপজেলা নির্বাচন কর্মকর্তাদের নির্বাচন ব্যবস্থাপনায় অন্তর্ভুক্ত করা এবং ইসি সচিবকে অপসারণের দাবিও পুনর্ব্যক্ত করেন।

হাইকোর্ট রিটটি উত্থাপিত নয় মর্মে খারিজ করায় নির্বাচন কমিশনের ঘোষিত সময়সূচি অনুযায়ী নির্বাচন কার্যক্রম অব্যাহত থাকবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।