ঝালকাঠি প্রতিনিধি ॥ ঝালকাঠির রাজাপুর উপজেলায় জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে এক কৃষকের জমিতে থাকা বিভিন্ন প্রজাতির দুই শতাধিক গাছ কেটে জমি দখলের চেষ্টার অভিযোগ উঠেছে। ঘটনায় ভুক্তভোগী পরিবার রাজাপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে।
ভুক্তভোগীদের অভিযোগ অনুযায়ী, উপজেলার আলগী গ্রামের ফারুখ খলিফার মালিকানাধীন প্রায় ৫৫ শতাংশ জমিতে গত ১ জানুয়ারি বিকেলে এই ঘটনা ঘটে। অভিযুক্তরা পরিকল্পিতভাবে জমিতে প্রবেশ করে বাদাম, আমড়া, কলা, আম, পেঁপে, লটকন, সুপারি, মেহগনি, চাম্বল ও সেরেছসহ বিভিন্ন প্রজাতির আনুমানিক ২০০টি গাছ কেটে ফেলে। এতে প্রায় ৪০ হাজার টাকার আর্থিক ক্ষতি হয়েছে বলে দাবি করা হয়েছে।
এ ঘটনায় অভিযুক্ত হিসেবে একই গ্রামের সালাম খলিফা, তার স্ত্রী কুরছিয়া বেগম, কন্যা সালমা বেগম ও তানিয়া বেগম এবং নাতি আব্দুর রহমানের নাম উল্লেখ করা হয়েছে। ভুক্তভোগী সোহেল খলিফা জানান, কবির, জাকির, মহসিন ও তাহসিন অভিযুক্তদের সহযোগিতা করেছে। তাদের উদ্দেশ্য ছিল জমিটি জোরপূর্বক দখলে নেওয়া।
সোহেল খলিফা আরও জানান, গাছ কাটায় বাধা দিতে গেলে অভিযুক্তরা তাকে মারধর করে। এতে তার শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। স্থানীয়রা এগিয়ে এলে অভিযুক্তরা তাকে ও তার পরিবারকে প্রাণনাশের হুমকি দিয়ে চলে যায়। এ কারণে পরিবারটি চরম নিরাপত্তাহীনতায় ভুগছে।
অভিযোগ অস্বীকার করে অভিযুক্ত আব্দুস সালাম খলিফা বলেন, তার বিরুদ্ধে আনা অভিযোগ ভিত্তিহীন। তিনি দাবি করেন, তার পরিবারের কেউ এই ঘটনার সঙ্গে জড়িত নয়।
রাজাপুর থানার উপপরিদর্শক দাউদ হোসেন জানান, অভিযোগ গ্রহণ করা হয়েছে এবং ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। বিষয়টি তদন্তাধীন রয়েছে এবং তদন্ত শেষে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
