ঢাকামঙ্গলবার , ৬ জানুয়ারি ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. উন্নয়ন ও সমৃদ্ধি
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরির খবর
  10. জনদুর্ভোগ
  11. জাতীয়
  12. জাতীয় সংসদ নির্বাচন ২০২৪
  13. ধর্ম
  14. নারী ও শিশু
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

মানবেতর জীবনে অসহায় বিধবা, পাশে উপজেলা প্রশাসন

নিজস্ব প্রতিবেদন
জানুয়ারি ৬, ২০২৬ ১১:১৩ পূর্বাহ্ণ
Link Copied!

ঝালকাঠি প্রতিনিধি ॥ ঝালকাঠির রাজাপুর উপজেলার শুক্তাগড় ইউনিয়নের বামনকাঠি গ্রামে বসবাসরত বিধবা নারী আজিমন নেছার জীবন যেন চরম অসহায়ত্বের প্রতিচ্ছবি। বয়স প্রায় ৫৮ বছর হলেও জীবনের শেষ সময়ে এসে আরাম নয়, বরং প্রতিদিনের বেঁচে থাকার লড়াইই তার নিত্যসঙ্গী।

মৃত মোতাহার হাওলাদারের স্ত্রী আজিমন নেছার নেই কোনো স্থায়ী বসতঘর। কয়েকটি টিন ও ভাঙা উপকরণে তৈরি ঝুঁকিপূর্ণ একটি খুপরিতে বসবাস করেন তিনি। বৃষ্টি হলে ঘরের ভেতর পানি পড়ে, শীত এলে শরীর ঢাকার মতো কম্বলও জোটে না। জীবিকা নির্বাহে কখনো মানুষের বাড়িতে ঝিয়ের কাজ, কখনো লাকড়ি বা সুপারি গাছের খোল কুড়িয়ে, আবার কখনো ধানক্ষেতে ইঁদুরের গর্ত থেকে পড়ে থাকা ধান সংগ্রহ করে বিক্রি করে দিন পার করেন তিনি।

আজিমন নেছার জীবনে নেই কোনো সন্তান বা স্বজনের নিয়মিত সহায়তা। দীর্ঘদিনেও পাননি সরকারি কোনো ভাতা কিংবা আশ্রয়ণ প্রকল্পের ঘর। ফলে মানবেতর জীবনযাপনই ছিল তার নিয়তি।

সম্প্রতি তার এই করুণ চিত্র উপজেলা প্রশাসনের দৃষ্টিগোচর হলে মানবিক উদ্যোগ নেন রাজাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রিফাত আরা মৌরি। অসুস্থ শরীর নিয়েও তিনি রাতে সরাসরি আজিমন নেছার খোঁজখবর নেন এবং সরকারের পক্ষ থেকে খাদ্যসামগ্রী ও শীতবস্ত্র তার হাতে তুলে দেন।

এ সময় ইউএনও রিফাত আরা মৌরি বলেন, “মানবসেবা শুধু দায়িত্ব নয়, এটি মানবিকতার প্রতিফলন।” তিনি আজিমন নেছাকে আশ্বস্ত করে জানান, খুব শিগগিরই তার জন্য একটি স্থায়ী বসতঘরের ব্যবস্থা করা হবে।

উপজেলা প্রশাসনের এই উদ্যোগে স্থানীয় বাসিন্দারা সন্তোষ প্রকাশ করেছেন। তারা বলেন, অসহায় মানুষের পাশে দাঁড়ানোর এমন মানবিক দৃষ্টান্ত সমাজে সহমর্মিতা ও মানবিক মূল্যবোধ জাগ্রত করবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।