ঢাকাশনিবার , ১০ জানুয়ারি ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. উন্নয়ন ও সমৃদ্ধি
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরির খবর
  10. জনদুর্ভোগ
  11. জাতীয়
  12. জাতীয় সংসদ নির্বাচন ২০২৪
  13. ধর্ম
  14. নারী ও শিশু
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

নির্বাচন কমিশনে আপিল শুনানি শুরু: প্রার্থীদের ভিড় ইসিতে

নিজস্ব প্রতিবেদন
জানুয়ারি ১০, ২০২৬ ৪:৫৩ পূর্বাহ্ণ
Link Copied!

ডেস্ক রিপোর্ট ॥ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়ন বাতিলের বিরুদ্ধে আপিল শুনানির কার্যক্রম শুরু হচ্ছে শনিবার (১০ জানুয়ারি)। নির্বাচন কমিশনে এখন পর্যন্ত মোট ৬৪৫টি আপিল আবেদন জমা পড়েছে, যা সাম্প্রতিক নির্বাচনগুলোতে একটি উল্লেখযোগ্য সংখ্যা বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

ঢাকার আগারগাঁওয়ে নির্বাচন ভবনের অডিটোরিয়ামে প্রতিদিন সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত আপিল শুনানি অনুষ্ঠিত হবে। কমিশনের ঘোষিত সূচি অনুযায়ী এই শুনানি চলবে ১৮ জানুয়ারি পর্যন্ত। প্রথম ধাপে শনিবার ১ থেকে ৭০ নম্বর আপিলের শুনানি নেওয়া হবে। এরপর ধারাবাহিকভাবে ১১ জানুয়ারি ৭১–১৪০, ১২ জানুয়ারি ১৪১–২১০ এবং ১৩ জানুয়ারি ২১১–২৮০ নম্বর আপিলের শুনানি গ্রহণ করা হবে।

নির্বাচন কমিশন সূত্র জানায়, অধিকাংশ আপিল করেছেন স্বতন্ত্র প্রার্থীরা। এক শতাংশ ভোটারের সমর্থন পূরণে ব্যর্থতা, সমর্থকদের স্বাক্ষরে অসঙ্গতি, মনোনয়নপত্রে তথ্যের ঘাটতি এবং ঋণখেলাপি সংক্রান্ত জটিলতার কারণে তাদের প্রার্থিতা বাতিল করা হয়।

আপিল দাখিলের শেষ দিন শুক্রবার সকাল থেকেই দেশের বিভিন্ন অঞ্চল থেকে প্রার্থীরা নির্বাচন কমিশনে উপস্থিত হন। অনেকেই প্রয়োজনীয় কাগজপত্র সংশোধন ও উপস্থাপনের মাধ্যমে প্রার্থিতা ফিরে পাওয়ার আশা প্রকাশ করেছেন।

ইসি জানিয়েছে, আইন ও বিধিমালা অনুসরণ করেই প্রতিটি আপিলের শুনানি গ্রহণ এবং নিষ্পত্তি করা হবে। শুনানি শেষে যেসব প্রার্থীর আপিল মঞ্জুর হবে, তারা নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ পাবেন।

তফসিল অনুযায়ী, প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ২০ জানুয়ারি। ২১ জানুয়ারি প্রতীক বরাদ্দ দেওয়া হবে এবং ২২ জানুয়ারি থেকে প্রার্থীরা নির্বাচনী প্রচারণা শুরু করতে পারবেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।