ঢাকাশনিবার , ১০ জানুয়ারি ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. উন্নয়ন ও সমৃদ্ধি
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরির খবর
  10. জনদুর্ভোগ
  11. জাতীয়
  12. জাতীয় সংসদ নির্বাচন ২০২৪
  13. ধর্ম
  14. নারী ও শিশু
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

কাউখালীতে মাদক বেচাকেনা ঠেকাতে গিয়ে হামলায় আহত ইউপি সদস্য

নিজস্ব প্রতিবেদন
জানুয়ারি ১০, ২০২৬ ১০:১৮ পূর্বাহ্ণ
Link Copied!

পিরোজপুর প্রতিনিধি ॥ পিরোজপুরের কাউখালীতে মাদক কারবারে বাধা দেওয়াকে কেন্দ্র করে শিয়ালকাঠী ইউনিয়নের এক ইউপি সদস্যকে কুপিয়ে গুরুতর আহত করার ঘটনা ঘটেছে। ঘটনায় জড়িত থাকার অভিযোগে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শুক্রবার দিবাগত রাতে শিয়ালকাঠী ইউনিয়নের সিএনবি রোড সংলগ্ন মাদ্রাসার সামনে ছোট একটি খালের ওপর নির্মিত সাঁকোর কাছে এই হামলার ঘটনা ঘটে। আহত ইউপি সদস্য নজরুল ইসলাম (৬১) শিয়ালকাঠী ওয়ার্ডের নির্বাচিত জনপ্রতিনিধি। তিনি বর্তমানে কাউখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।

ভুক্তভোগী ও স্থানীয়দের অভিযোগ, ওই সাঁকো ব্যবহার করে দীর্ঘদিন ধরে পার্শ্ববর্তী চিড়াপাড়া ইউনিয়নের সীমানা দিয়ে চিহ্নিত মাদক কারবারিরা মাদক বেচাকেনা করতো। ইউপি সদস্য নজরুল ইসলাম এলাকাবাসীর নিরাপত্তার কথা বিবেচনা করে সাঁকোটি তুলে দেন। এতে ক্ষিপ্ত হয়ে মাদক ব্যবসায়ীরা পুনরায় সাঁকো স্থাপন করে এবং নজরুল ইসলামের ওপর ক্ষোভ পুষে রাখে।

শুক্রবার রাতে বাড়ি ফেরার পথে নজরুল ইসলাম মাদক কেনাবেচার প্রতিবাদ করলে অভিযুক্ত ফেরদৌস, মাহবুব হোসেন ও শাহীন তার ওপর অতর্কিত হামলা চালায়। হামলাকারীরা রামদা দিয়ে কুপিয়ে তাকে মারাত্মকভাবে জখম করে এবং নগদ ৬০ হাজার টাকা ছিনিয়ে নেয়।

নজরুল ইসলামের ডাক চিৎকারে এলাকাবাসী এগিয়ে এসে এক অভিযুক্ত ফেরদৌসকে আটক করে পুলিশের হাতে তুলে দেয়। পরে আহত অবস্থায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়।

কাউখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইয়াকুব হোসাইন জানান, ঘটনার খবর পেয়ে তাৎক্ষণিকভাবে পুলিশ পাঠিয়ে একজনকে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় থানায় মামলা দায়ের হয়েছে এবং অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।