ঢাকাসোমবার , ২৮ আগস্ট ২০২৩
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. উন্নয়ন ও সমৃদ্ধি
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরির খবর
  10. জনদুর্ভোগ
  11. জাতীয়
  12. জাতীয় সংসদ নির্বাচন ২০২৪
  13. ধর্ম
  14. নারী ও শিশু
  15. ফিচার

বরিশাল বোর্ডে উত্তরপত্র পুনঃনিরীক্ষণে জিপিএ-৫ পেলেন ২৯ শিক্ষার্থী

নিজস্ব প্রতিবেদন
আগস্ট ২৮, ২০২৩ ১:১৮ অপরাহ্ণ
Link Copied!

নিজস্ব প্রতিবেদক : বরিশাল শিক্ষা বোর্ডে এসএসসি পরীক্ষার উত্তরপত্র পুনঃনিরীক্ষণে ১৭১ জনের ফল পরিবর্তন হয়েছে। অকৃতকার্য থেকে কৃতকার্য হয়েছেন ৩ জন শিক্ষার্থী।
নতুন করে জিপিএ-৫ পেয়েছেন ২৯ জন। বাকীদের মধ্যে কারও ফলাফল পরিবর্তন হয়ে গ্রেড পয়েন্টের উন্নতি হয়েছে।

জানা গেছে, ৭ হাজার ৩৮৬ জন এসএসসি পরীক্ষার্থী পুনঃনিরীক্ষণের জন্য ২১ হাজার ৩৯৭টি আবেদন করেছিলেন।

সোমবার (২৮ আগস্ট) এসএসসি ও সমমান পরীক্ষার খাতা পুনঃনিরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়। বিষয়টি নিশ্চিত করেন বরিশাল শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অরুণ কুমার গাইন।

উল্লেখ্য, গত ২৮ জুলাই প্রকাশিত এবারের এসএসসি পরীক্ষায় বরিশাল বোর্ডে পাসের হার ছিল ৯০ দশমিক ১৮ শতাংশ। বরিশাল বোর্ডে এবার ১৪৭৭ টি বিদ্যালয় থেকে মোট পরীক্ষার্থীর সংখ্যা ছিল ৯১ হাজার ৯৭৯ জন। যার মধ্যে ১৯০টি কেন্দ্রে অংশ নেয় ৯০ হাজার ১৯৬ শিক্ষার্থী। পাশ করেছে ৮১ হাজার ৩৩৯ জন পরীক্ষার্থী। বহিষ্কার হয়েছিল ৪৫ জন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।