ঢাকাসোমবার , ২৮ আগস্ট ২০২৩
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. উন্নয়ন ও সমৃদ্ধি
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরির খবর
  10. জনদুর্ভোগ
  11. জাতীয়
  12. জাতীয় সংসদ নির্বাচন ২০২৪
  13. ধর্ম
  14. নারী ও শিশু
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

এইচএসসি পাসে নৌপরিবহন অধিদপ্তরে চাকরির সুযোগ

নিজস্ব প্রতিবেদন
আগস্ট ২৮, ২০২৩ ৩:৩০ অপরাহ্ণ
Link Copied!

ডেস্ক রিপোর্ট : নৌপরিবহন অধিদপ্তরে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে। বুধবার (২৩ আগস্ট) প্রতিষ্ঠানটির প্রকাশিত বিজ্ঞপ্তিতে ৬টি পদে ১৩ জনকে নিয়োগ দেওয়া হবে। স্নাতক ও এইচএসসি পাসে আগ্রহী প্রার্থীরা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন।

এক নজরে নৌপরিবহন অধিদপ্তরে নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩
প্রতিষ্ঠানের নাম
নৌপরিবহন অধিদপ্তর
চাকরির ধরন
সরকারি চাকরি
প্রকাশের তারিখ
২৩ আগস্ট ২০২৩
পদ ও লোকবল
৬টি ও ১৩ জন
চাকরির খবর
ঢাকা পোস্ট জবস
আবেদন করার মাধ্যম
অনলাইন
আবেদন শুরুর তারিখ
২৪ আগস্ট ২০২৩
আবেদনের শেষ তারিখ
২৩ সেপ্টেম্বর ২০২৩
অফিশিয়াল ওয়েবসাইট
https://dos.gov.bd/
আবেদন করার লিংক
অফিশিয়াল নোটিশের নিচে
১। পদের নাম: সাটলিপিকার-কাম-কম্পিউটার অপারেটর। পদ সংখ্যা: ৩টি। শিক্ষাগত যোগ্যতা: যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে অন্যূন দ্বিতীয় শ্রেণি ব সমমানের সিজিপিএতে স্নাতক বা সমমানের ডিগ্রি। কম্পিউটার ব্যবহারে দক্ষতা। সাঁটলিপিতে প্রতি মিনিটে সর্বনিম্ন গতি ইংরেজিতে ৮০ শব্দ ও বাংলায় ৫০ শব্দ। কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে সর্বনিম্ন গতি বাংলায় ২৫ শব্দ এবং ইংরেজিতে ৩০ শব্দ।

বেতন: গ্রেড-১৩ (১১,০০০-২৬,৫৯০ টাকা)।

২। পদের নাম: সাঁট মুদ্রাক্ষরিক-কাম-কম্পিউটার অপারেটর। পদ সংখ্যা: ১টি। শিক্ষাগত যোগ্যতা: যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে অন্যূন দ্বিতীয় শ্রেণি ব সমমানের সিজিপিএতে স্নাতক বা সমমানের ডিগ্রি। কম্পিউটার ব্যবহারে দক্ষতা। সাঁটলিপিতে প্রতি মিনিটে সর্বনিম্ন গতি ইংরেজিতে ৮০ শব্দ ও বাংলায় ৫০ শব্দ এবং ঘ) কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে সর্বনিম্ন গতি বাংলায় ২৫ শব্দ এবং ইংরেজিতে ৩০ শব্দ।

বেতন: গ্রেড-১৪ (১০,২০০-২৪,৬৮০ টাকা)

৩। পদের নাম: অফিস সহকারী-কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক। পদ সংখ্যা: ৩টি। শিক্ষাগত যোগ্যতা: যেকোনো স্বীকৃত বোর্ড হতে অনান দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ। কম্পিউটার ব্যবহারে দক্ষতা। কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে গতি বাংলায় ২০ শব্দ এবং ইংরেজিতে ২০ শব্দ।

বেতন: গ্রেড-১৬ (৯,৩০০-২২,৪৯০ টাকা)।

৪। পদের নাম: ডাটা এন্ট্রি অপারেটর। পদ সংখ্যা: ১টি। শিক্ষাগত যোগ্যতা: যেকোনো স্বীকৃত বোর্ড থেকে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ এবং কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে গতি বাংলায় ২০ শব্দ এবং ইংরেজিতে ২০ শব্দসহ সংশ্লিষ্ট বিষয়ের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।

বেতন: গ্রেড-১৬ (৯,৩০০-২২,৪৯০ টাকা)।

৫। পদের নাম: গাড়ি চালক। পদ সংখ্যা: ১টি। শিক্ষাগত যোগ্যতা: যেকোনো স্বীকৃত বোর্ড থেকে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ। ড্রাইভিং লাইসেন্স হালকা গাড়ী চালনার বৈধ হালকা ড্রাইভিং লাইসেন্স। অভিজ্ঞতাসম্পন্ন চালকগণ অগ্রাধিকার পাবেন।

বেতন: গ্রেড-১৬ (৯,৩০০-২২,৪৯০ টাকা)।

৬। পদের নাম: অফিস সহায়ক। পদ সংখ্যা: ৪টি। শিক্ষাগত যোগ্যতা: যেকোনো স্বীকৃত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ।

বেতন: গ্রেড-২০ (৮,২৫০-২০,০১০ টাকা)।

বয়সসীমা: ৩০ বছর।

আবেদন পদ্ধতি: আগ্রহী প্রার্থীদের নৌ-পরিবহন অধিদপ্তরের ওয়েবসাইটে www.dos.gov.bd প্রদত্ত ‘অভ্যন্তরীণ ই-সেবাসমূহ’ এর নিচে “নিয়োগ বিজ্ঞপ্তি” লিংকের মাধ্যমে অনলাইন ফরম পূরণ ও দাখিল করতে হবে।

আবেদন ফি: আবেদনের জন্য গ্রেড ১৩তম থেকে ১৬তম পর্যন্ত ২০০ টাকা এবং গ্রেড ১৭-২০তম পর্যন্ত ১০০ টাকা। ফির সাথে অনলাইন সার্ভিস চার্জ বাবদ ফি-এর ১০% হারে টাকা জমা দিতে হবে।

আবেদনের শেষ তারিখ: ২৪ আগস্ট থেকে আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে। চলবে আগামী ২৩ সেপ্টেম্বর, ২০২৩ পর্যন্ত।
সূত্র: ঢাকা পোস্ট

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।