ডেস্ক রিপোর্ট: সম্প্রতি জনবল নিয়োগের বিজ্ঞপ্তি দিয়েছে জাতিসংঘের ওয়ার্ল্ড ফুড প্রোগ্রামে (ডব্লিউএফপি)। প্রতিষ্ঠানটিতে স্ট্যাটেজিক আউটকাম কো-অর্ডিনেটর বিভাগে প্রোগ্রাম পলিসি অফিসার পদে জনবল নিয়োগ দেওয়া হবে। শুধুমাত্র বাংলাদেশের নাগরিকরা এ বিজ্ঞপ্তিতে আবেদন করতে পারবেন। আগ্রহীরা আগামী ২৮ আগস্ট পর্যন্ত আবেদন করতে পারবেন।
কাজের ধরন: বাংলাদেশ কান্ট্রি অফিসকে ব্যবসায়িক ধারাবাহিকতা ব্যবস্থার বিষয়ে পরামর্শ ও সহায়তা প্রদান। প্রযুক্তিগত পরামর্শ প্রদান এবং নীতি সংক্রান্ত বিষয়গুলিতে প্রযুক্তিগত দক্ষতা সংগ্রহ করা। সক্ষমতা উন্নয়ন কর্মসূচি বাস্তবায়নে নেতৃত্ব দেয়া।
শিক্ষাগত যোগ্যতা: আন্তর্জাতিক বিষয়াবলি, অর্থনীতি, পুষ্টি/স্বাস্থ্য, কৃষি, পরিবেশ বিজ্ঞান, সামাজিক বিজ্ঞান বা আন্তর্জাতিক উন্নয়ন সহায়তা বা সংশ্লিষ্ট যেকোনো বিষয়ে স্নাতক ডিগ্রি।
প্রতিষ্ঠান: ওয়ার্ল্ড ফুড প্রোগ্রামে (ডব্লিউএফপি)।
বিভাগ: স্ট্যাটেজিক আউটকাম কো-অর্ডিনেটর ।
পদ: প্রোগ্রাম পলিসি অফিসার ।
পদসংখ্যা: নির্ধারিত নয়।
অতিরিক্ত যোগ্যতা: ইংরেজিতে চমৎকার লিখা ও বলা জানতে হবে।
অভিজ্ঞতা: মানবিক, উন্নয়ন এবং অন্যান্য সংশ্লিষ্ট খাতে ন্যূনতম ৫ বছরের পেশাদার অভিজ্ঞতা সহ ন্যূনতম ৮ বছরের অভিজ্ঞতা।
বেতন: সংস্থার নীতিমালা অনুযায়ী নির্বাচিত প্রার্থীদের জন্য বেতন-ভাতার সুবিধা রয়েছে।
অন্যান্য সুযোগ-সুবিধা: কোম্পানির রীতিনীতি অনুযায়ী সুযোগ-সুবিধা দেয়া হবে।
চাকরির ধরন: চুক্তিভিত্তিক (এক বছর)।
প্রার্থীর ধরন: নারী-পুরুষ।
কর্মস্থল: ঢাকা।
আবেদনের নিয়ম: ক্লিক করুন
আবেদনের শেষ সময়: ২৮ আগস্ট ২০২৩