পটুয়াখালী প্রতিনিধি : পটুয়াখালীর দশমিনায় বিএনপি ও পুলিশের সংঘর্ষের ঘটনায় ২৫ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত আরও ২০০ জনের নামে মামলা করা হয়েছে। এ ঘটনায় ৩জনকে আটক করেছে পুলিশ।
এর আগে সরকারি কাজে বাধা প্রদান ও পুলিশের উপর হামলার অভিযোগে দশমিনা থানায় শুক্রবার (১ সেপ্টেম্বর) রাতে এসআই মেহেদী বাদি হয়ে মামলা করেন। শনিবার (২ সেপ্টেম্বর) সকালে দশমিনা থানার ওসি আনোয়ার হোসেন তালুকদার এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, শুক্রবার দুপুুরে বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠানের নামে দলটির নেতাকর্মীরা সড়ক অবরোধ করে রাখেন। এতে যানজট সৃষ্টি হওয়ায় পুলিশ তাদের চলে যেতে বললে তারা ক্ষিপ্ত হয়ে পুলিশের উপর ইটপাটকেল নিক্ষেপ করেন। এতে তিন পুলিশ সদস্য আহত হন।
এবিষয়ে দশমিনা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. শাহআলম শানু বলেন, বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কর্মসূচি পালন করতে শহরের খানকার মাঠ এলাকা থেকে মিছিল বের হয়। মিছিলটি দশমিনা আদালতের সামনে পৌঁছালে এসআই মেহেদীর নেতৃত্বে পুলিশ বাধা দেয়।