রাঙ্গাবালী প্রতিনিধি : “সেবা ও উন্নতির দক্ষ রূপকার, উন্নয়নের উদ্ভোবনে স্থানীয় সরকার” প্রতিপাদ্যকে সামনে রেখে পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় স্থানীয় সরকার দিবস উদযাপন করা হয়েছে । রবিবার সকাল সাড়ে ১০টায় উপজেলা প্রশাসনের উদ্যোগে আলোচনা সভা ও তিনদিন ব্যাপী উন্নয়ন মেলার উদ্বোধন করা হয়।
স্থানীয় সরকার দিবস উপলক্ষে আয়োজিত সভায় বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ডা. জহির উদ্দিন আহম্মেদ, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মিজানুর রহমান। এসময় বক্তারা বলেন- জনসচেতনতা তৈরি এবং স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোর সঙ্গে জনগণের সম্পৃক্ততা বাড়াতে দিবসটি উদযাপনের সিদ্ধান্ত নিয়েছে সরকার। দিবসটি পালনের মাধ্যমে স্থানীয় সরকার ও সাধারণ জনগণের মেলবন্ধন আরো দৃঢ় হবে। সেবা প্রাপ্তি হবে সহজ ও ঝামেলামুক্ত। স্থানীয় সরকার অধিকতর দক্ষতার সাথে নিরাপদ পানি, স্যানিটেশন, শিক্ষা, চিকিৎসা, সামাজিক নিরাপত্তা, অবকাঠামো উন্নয়ন প্রভৃতি সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিবে।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রাঙ্গাবালী সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মু. সাইদুজ্জামান মামুন, রাঙ্গাবালী থানার অফিসার ইনচার্জ মো. নুরুল ইসলাম মজুমদার, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মো. বাইজিদ ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মাইদুল ইসলাম, রাঙ্গাবালী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এম সোহেল প্রমুখ।