ঢাকাবুধবার , ৯ আগস্ট ২০২৩
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. উন্নয়ন ও সমৃদ্ধি
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরির খবর
  10. জনদুর্ভোগ
  11. জাতীয়
  12. জাতীয় সংসদ নির্বাচন ২০২৪
  13. ধর্ম
  14. নারী ও শিশু
  15. ফিচার

নভেম্বরে সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা: ইসি

নিজস্ব প্রতিবেদন
আগস্ট ৯, ২০২৩ ৩:৪৯ অপরাহ্ণ
Link Copied!

ডেস্ক রিপোর্ট : আগামী নভেম্বরে জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে বলে নির্বাচন কমিশনার আনিছুর রহমান জানিয়েছেন।

আজ বুধবার ইসি কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

ইসি আনিছুর রহমান বলেন, ‘প্রার্থীরা অনলাইনে ও সশরীরে মনোনয়নপত্র জমা দিতে পারবেন।’

তিনি বলেন, ‘আমরা সাধারণত ভোটের ৪০-৪৫ দিন আগে নির্বাচনের তফসিল ঘোষণা করি। নভেম্বরের যেকোনো দিন তফসিল ঘোষণা করা হবে।’

নির্বাচনের তফসিল নিয়ে এখনো কোনো বৈঠক হয়নি বলেও জানান তিনি।

আনিছুর বলেন, ‘যোগাযোগব্যবস্থা ভালো এমন ভোটকেন্দ্রে ব্যালট পেপার পাঠানো হবে ভোটের দিন সকালে।’

রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপের জন্য ইসি কিছু করবে কি না, জানতে চাইলে আনিসুর বলেন, ‘না, আমরা আর ডাকব না। আমরা ফোন করেছিলাম এবং তারা সাড়া দেয়নি। রাজনৈতিক বিষয় রাজনীতিবিদদের হাতে থাকা উচিত।’

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।