বিনোদন ডেস্ক: নামে চোপড়া থাকলেও বলিউডের কোনও প্রভাবশালী পরিবারের সন্তান নন তিনি। হরিয়ানার এক পাঞ্জাবি পরিবারে জন্মেছেন। সেখান থেকে উঠে এসে নাম লিখিয়েছেন সিনেমায়। নিজেকে অভিনেত্রী হিসেবে প্রতিষ্ঠিতও করেছেন। তবে তার মেধা শুধু অভিনয়েই সীমাবদ্ধ নয়, গানেও দারুণ পারদর্শী। তিনি পরিণীতি চোপড়া।
২০১৭ সালে ‘মেরি পেয়ারি বিন্দু’ সিনেমার ‘মানা কে হাম ইয়ার নেহি’ গানটি গেয়ে মুগ্ধ করেন পরিণীতি। ইউটিউবে গানটির ভিউ ১১৯ মিলিয়ন। এরপর তার কণ্ঠে দারুণ শ্রোতাপ্রিয়তা পেয়েছে ‘কেসারি’ সিনেমার ‘তেরি মিট্টি’ গানটি। এটির ভিউ ছাড়িয়েছে ১৩২ মিলিয়ন। বোঝা যায়, গায়িকা হিসেবে পরিণীতির সাফল্য বেশ ভারি।
অনেক দিন পর আবারও কণ্ঠে গান তুলে নিলেন অভিনেত্রী। এবার গাইলেন লতা মঙ্গেশকরের গাওয়া কালজয়ী গান ‘রাহে না রাহে হাম’। এটি ১৯৯৬ সালের সিনেমা ‘মমতা’য় ব্যবহৃত হয়েছিল। পরিণীতি সেই গানটিকে নিজের মতো করে গেয়ে আপলোড করেছেন সোশ্যাল হ্যান্ডেলে। ক্যাপশনে লিখেছেন, ‘কিছু গান শুধুই সুর নয়, সেগুলো অনুভূতি।’