আন্তর্জাতিক ডেস্ক : ইসরায়েলের নৃশংস সামরিক বিমান হামলায় গাজায় নিহতের সংখ্যা ২ হাজার ৭০০ ছাড়িয়েছে এবং ৯ হাজার ৭০০ জনের বেশি আহত হয়েছে বলে সোমবার ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে। খবর সিএনএনের।
এছাড়াও পশ্চিম তীরে ৫৮ জন নিহত এবং ১ হাজার ২৫০ জনের বেশি আহত হয়েছে বলে মন্ত্রণালয় যোগ করেছে।
৭ অক্টোবর থেকে গাজায় হতাহতের সংখ্যা ২০১৪ সালের গাজা-ইসরায়েল সংঘর্ষের সময়কার নিহতের সংখ্যাকে ছাড়িয়ে গেছে বলে রোববার মন্ত্রণালয়ের একজন মুখপাত্র বলেছেন।
এখন পর্যন্ত, ২০১৪ সালের ইসরায়েল-ফিলিস্তিনি সংঘাতের রেকর্ডে সবচেয়ে মারাত্মক বছর ছিল। তৎকালীন সময়ে ৫১ দিনের যুদ্ধে গাজায় কমপক্ষে ২ হাজার ২৫১ ফিলিস্তিনি নিহত হয়েছে বলে জাতিসংঘের মানবিক বিষয়ক সমন্বয়ের অফিস (ওসিএইচএ) জানিয়েছে।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।