বরগুনা প্রতিনিধি: বরগুনায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি মৌসুমে বরিশাল বিভাগে ১৮ জন ডেঙ্গু রোগীর মৃত্যু হলো।
এদিকে, বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল সহ বিভাগের বিভিন্ন সরকারি হাসপাতাল ও স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন ডেঙ্গু রোগীর সংখ্যা বেড়েছে। শের-ই বাংলা মেডিকেলে সব শেষ চিকিৎসাধীন ছিল রেকর্ড সংখ্যক ২৫৮ জন ডেঙ্গু রোগী।
বিভাগীয় স্বাস্থ্য পরিচালক কার্যালয়ের দৈনন্দিন তথ্যে জানা যায়, বরগুনা সদরের জ্বরে আক্রান্ত হাজেরা বেগমকে (৫০) গত ৯ আগস্ট জেলা সদরের আড়াইশ’ শয্যা হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ১১ আগস্ট তার মৃত্যু হয়। এ নিয়ে চলতি মৌসুমে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে বরগুনায় ২ জন, পিরোজপুরে ১ জন, ভোলায় ৩ জন এবং শের-ই বাংলা মেডিকেলে ১২ জন সহ মোট ১৮ জন রোগীর মৃত্যু হয়েছে। এদিকে, বরিশাল বিভাগের বিভিন্ন সরকারি হাসপাতাল ও স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন ডেঙ্গু রোগীর সংখ্যা আগের দিনের চেয়ে বেড়েছে।
শনিবারের রিপোর্ট অনুযায়ী গতকাল শুক্রবার বরিশাল বিভাগের বিভিন্ন সরকারি হাসপাতাল ও স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন ছিলেন রেডর্ক সংখ্যক ১ হাজার ৯৩ জন রোগী। এর আগে গত বৃহস্পতিবার বরিশাল বিভাগে ১ হাজার ৬৪ জন এবং গত বুধবার চিকিৎসাধীন ছিলেন ১ হাজার ৪৪ জন ডেঙ্গু রোগী।
সব শেষ তথ্য অনুযায়ী গতকাল শুক্রবার শের-ই বাংলা মেডিকেলে কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ছিল চলতি মৌসুমের সর্বাধিক ২৫৮ জন ডেঙ্গু রোগী। এর আগে গত ২৯ জুলাই শের-ই বাংলা মেডিকেলে চিকিৎসাধীন ছিলেন দ্বিতীয় সর্বাধিক ২৩৮ জন ডেঙ্গু রোগী।