ঢাকারবিবার , ৩১ ডিসেম্বর ২০২৩
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. উন্নয়ন ও সমৃদ্ধি
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরির খবর
  10. জনদুর্ভোগ
  11. জাতীয়
  12. জাতীয় সংসদ নির্বাচন ২০২৪
  13. ধর্ম
  14. নারী ও শিশু
  15. ফিচার

বরিশালে নির্বাচন থেকে সরে দাঁড়ালেন জাতীয় পার্টির দুই প্রার্থী, নামেননি প্রচারণায়

নিজস্ব প্রতিবেদন
ডিসেম্বর ৩১, ২০২৩ ৯:২৯ পূর্বাহ্ণ
Link Copied!

এইচ.এম.এ রাতুল: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন থেকে সরে দাঁড়ালেন জাতীয় পার্টির মনোনীত দুই প্রার্থী। রবিবার সকালে বরিশাল নগরীর একটি রেস্তোরায় সংবাদ সম্মেলন করে তারা এই ঘোষণা দেন। এদের মধ্যে ইকবাল হোসেন তাপস জাতীয় পার্টি মনোনীত বরিশাল ২ (উজিরপুর-বানারীপাড়া) ও বরিশাল-৫ (সদর) আসনের প্রার্থী। অপরদিকে মোঃ খলিলুর রহমান বরগুনা-১ (আমতলী-তালতলী) আসনে জাতীয় পার্টির প্রার্থী।

সংবাদ সম্মেলনে ইকবাল হোসেন তাপস বলেন, নির্বাচন কমিশন একটি দল ও সরকার দ্বারা নিয়ন্ত্রিত। তাদের নিজস্ব কোন ক্ষমতা নেই। আগামী ৭ জানুয়ারি একটি প্রহসনের নির্বাচন অনুষ্ঠিত হবে। যেখানে সাধারণ মানুষের কোন সম্পৃক্ততা নেই। এখানে রয়েছে কেবল একটি লেজুর ভিত্তিক দল। আর ওই দল নিয়ন্ত্রণ করছে নির্বাচন কমিশনকে। তাই দলীয় নেতাকর্মীদের সাথে আলোচনা করে আমি সিদ্ধান্ত নিয়েছি এককেন্দ্রিক এই নির্বাচনে আমি প্রতিদ্বন্দ্বিতা করবো না। আমি নির্বাচনী মাঠ থেকে সরে দাড়িয়েছি।

তিনি আরো বলেন, ২৬টি আসন সরকার স্বীকৃত বাদ বাকি আসনগুলোতে আমরা আশা করছি না ফেয়ার নির্বাচন হবে। দলের চেয়ারম্যান পরিস্থিতির শিকার। তিনি বাধ্য হয়ে নির্বাচনে অংশ নিচ্ছেন। নির্বাচনের আরো বেশ কয়েকদিন বাকি রয়েছে। শেষ পর্যন্ত জাতীয় পার্টি নির্বাচনে থাকবে কিনা তা নিয়েও সংশয় রয়েছে।

সরকার দলীয় প্রার্থীদের সমালোচনা করে তিনি বলেন, কমিশন একটি দলের দালালি না করলে সরকার দলীয় প্রার্থীদের হলফনামা পর্যালোচনা করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিত। সরকার দলীয় প্রার্থী এবং তাদের ডামি স্বতন্ত্র প্রার্থীদের হলফনামা পর্যালোচনা করলে দেখা যায়, কেউ হাজার কোটি টাকা বিদেশে পাচার করেছেন যা হলফনামায় উল্লেখ করেননি। আর বিষয়টি প্রকাশ পাওয়ার পর বলা হচ্ছে বিদেশে ব্যবসা করছেন। অনেক প্রার্থী তাদের সম্পদের তথ্য গোপন করেছেন। কেউ স্বর্ণের ভরি দেখিয়েছেন ৫০০ টাকা আবার কেউবা জমির একর দেখিয়েছেন এক হাজার টাকা। এরপরও ওইসব প্রার্থীদের বিরুদ্ধে নির্বাচন কমিশন কোন ব্যবস্থা নেয়নি। তাই এ কমিশনের উপরে ভরসা করা যায় না।

বরগুনা-১ (আমতলী-তালতলী) জাতীয় পার্টি প্রার্থী খলিলুর রহমান বলেন, নির্বাচনের লেভেল প্লেয়িং ফিল্ড নেই। সুষ্ঠু নির্বাচন পরিচালনার ক্ষমতা নির্বাচন কমিশনের নেই। তাই সরকার নিয়ন্ত্রিত এই কমিশনের অধীনে নির্বাচনে অংশ নেওয়ার প্রশ্নই আসে না। এ কারণে আমি নির্বাচন থেকে সরে দাড়ালাম।

প্রসঙ্গত: জাতীয় পার্টি মনোনীত বরিশাল ২ (উজিরপুর-বানারীপাড়া) ও বরিশাল-৫ (সদর) আসনের প্রার্থী ইকবাল হোসেন তাপস। প্রতীক বরাদ্দের পরে নির্বাচনী প্রচার প্রচারণা শুরু হলেও তাকে শনিবার পর্যন্ত বরিশালে দেখা যায়নি। রবিবার সকালে তিনি হঠাৎ বরিশাল নগরীর কালীবাড়ি রোডস্থ রজনীগন্ধা কমিউনিটি সেন্টারে এসে মতবিনিময় সভা করেন। আর ওই মতবিনিময় সভায় তিনি ঘোষণা দেন নির্বাচন থেকে সরে দাঁড়ানোর। অপরপ্রার্থী খলিলুর রহমানও নির্বাচনে প্রচার প্রচারণা শুরু হলে গত শনিবার পর্যন্ত মাঠে নামেননি।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।