নিজস্ব প্রতিবেদক: বরিশাল নগরীতে যাত্রীবাহী বাসের চাপায় এক পথচারী নিহত হয়েছেন। সোমবার (১৩ মে) বেলা ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছেন মহানগর পুলিশের এয়ারপোর্ট থানা পরিদর্শক (তদন্ত) লোকমান হোসেন।
নিহত জসিম হাওলাদার (২০) উজিরপুর উপজেলার বাইটখালী গ্রামের মনির হাওলাদারের ছেলে।
পরিদর্শক লোকমান হোসেন জানান, বরিশাল নগরীর কাশিপুর বিভাগীয় কমিশনারের কার্যালয়ের সামনে দিয়ে যাচ্ছিলেন পথচারী জসিম। এ সময় বরগুনা থেকে ঢাকাগামী যমুনা লাইন পরিবহনের একটি বাস অপর একটি গাড়িকে অতিক্রম করে তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়েছে।
তিনি জানান, বরিশাল দক্ষিণ ফায়ার সার্ভিসের সামনের সড়কে বাসটি রেখে চালক ও হেলপার পালিয়ে গেছেন।
মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলা হবে বলেও জানিয়েছেন তিনি।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।