বরগুনা প্রতিনিধি : বরগুনার পাথরঘাটায় ৫ কোটি টাকা মূল্যের নিষিদ্ধ হাঙ্গরের শুটকি জব্দ করেছে পাথরঘাটা কোস্টগার্ড ।
রবিবার (২০ আগস্ট) দুপুর ১২ টার পরে বরগুনার পাথরঘাটা পৌরসভার ০৯ নং ওয়ার্ড পাথরঘাটা খাল সংলগ্ন এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান পরিচালনা করে কোস্টগার্ড । অভিযানে ঐ এলাকায় একটি শুটকি পল্লী থেকে ২০,০০০ কেজি (৫০০ মন) নিষিদ্ধ হাঙ্গর মাছ জব্দ করে, যার বাজার মূল্য ৫ কোটি।
পাথরঘাটা স্টেশান কমান্ডার এম মাসুদুর রহমান মোড়ল বলেন,অবৈধ হাঙ্গর মাছ উদ্ধারের সময় প্রকৃত মালিক না পাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি। জব্দকৃত হাঙ্গর মাছের শুটকি পাথরঘাটা বন বিভাগের বিট কর্মকর্তা মোঃ মহিবুর রহমান এর উপস্থিতিতে বন বিভাগের নিকট হস্তান্তর করে মাটিতে পুতে বিনষ্ট করা হয়।
উল্লেখ্য এর আগেও বেশ কয়েকবার অবৈধ হাঙ্গরের সুটকি উদ্ধারের খবর পাওয়া যায়। স্বার্থন্বেশ্বী একটি মহল এত অভিযানের পরেও এই পথ থেকে ফিরে আসেনি।