ডেস্ক রিপোর্ট: সর্বশেষ ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরো ১০ জনের মৃত্যুর খবর জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। এর মধ্যে রাজধানী ঢাকাতে মৃত্যু হয়েছে ছয়জনের। এ নিয়ে চলতি বছরে দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে ৪৭৬ জনের মৃত্যু হয়েছে।
গত ২৪ ঘণ্টায় দুই হাজার ১৩৪ জন ডেঙ্গু রোগী দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে।
শনিবার সকাল ৮টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার ডেঙ্গু পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা যায়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, নতুন করে হাসপাতালে ভর্তি হওয়া রোগীদের মধ্যে ৭৮৫ জন ঢাকার বাসিন্দা। এক হাজার ৩৪৯ জন ঢাকার বাইরের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য মতে, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ২০ আগস্ট পর্যন্ত সারা দেশে ডেঙ্গু আক্রান্ত হয়েছে ৯৯ হাজার ৯৯৪ জন।
এখন পর্যন্ত হাসপাতাল থেকে মোট ছাড়পত্র পেয়েছে ৯১ হাজার ৯৩৬ জন রোগী।