ঝালকাঠি প্রতিনিধি ॥ ঝালকাঠি জেলার নলছিটিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের পলাতক সাজাপ্রাপ্ত আসামি মো. শাহিন সরদার (৩৫) কে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে।
নলছিটি থানার পুলিশ সূত্রে জানা যায়, শাহিনকে মঙ্গলবার রাতেই পৌরসভার ফেরিঘাট সংলগ্ন এলাকা থেকে আটক করা হয়। তিনি পৌরসভার ফেরিঘাট এলাকার আনিচ সরদারের ছেলে। নলছিটি থানার ওসি আব্দুস ছালাম জানান, “আদালতের রায় ঘোষণার পর থেকে পলাতক থাকা আসামিকে ধরার জন্য গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়।”
মামলার বিবরণে বলা হয়, চলতি বছরের জুলাই মাসে আদালত তাকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড ও এক হাজার টাকা অর্থদণ্ড দিয়েছেন। অভিযানের নেতৃত্ব দেন এএসআই নাজমুল ইসলাম, যিনি দলের সঙ্গে মিলিত হয়ে তাকে গ্রেপ্তার করেন।
ওসি আব্দুস ছালাম আরও জানান, “শাহিন সরদারের নামে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মোট ১৭টি মামলা রয়েছে। তাকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে। অন্যান্য মামলায় প্রক্রিয়া শুরু হবে।”
