আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী’র বৃক্ষরোপন অভিযান ও নির্বাচনী প্রশিক্ষণ মহড়া অনুষ্ঠিত
নিজস্ব প্রতিবেদক: বৃক্ষ রোপন অভিযান ২০২৫ উপলক্ষ্যে ২৫ আগষ্ট (সোমবার) ১২টায় বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী বরিশাল কর্তৃক আয়োজিত কাশিপুর উচ্চ বিদ্যালয় ও কলেজ মাঠে বৃক্ষরোপন অভিযানে রামবুটান গাছের চারা রোপন করেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী বরিশাল রেঞ্জের রেঞ্জ কমান্ডার মোঃ আব্দুস সামাদ,বিভিএম,পিভিএমএস। এসময় তিনি বলেন, পরিবেশ রক্ষায় বৃক্ষের বিকল্প নেই। প্রতিটি মানুষ যদি অন্তত একটি করে গাছ রোপণ করে এবং যত্ন নেয় তাহলে আগামী প্রজন্মের জন্য একটি সবুজ ও বাসযোগ্য বাংলাদেশ নিশ্চিত করা সম্ভব হবে। বৃক্ষরোপন অভিযান র্যালি এবং চারা রোপনকালীন সময় আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী বরিশাল জেলা কমান্ড্যাট মোঃ নাহিদ হাসান জনি,বিএএম, বরিশাল রেঞ্জের সহকারী পরিচালক নাওশিন শারিকা, বরিশাল সদর উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা রাবেয়া সুলতানা নাজমা এবং আরো বিভিন্ন উপজেলা থেকে আগত উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তাগণ এবং কলেজের অধ্যক্ষ মোঃ মামুনুর রশিদ এবং শিক্ষক শিক্ষিকা, ছাত্র-ছাত্রীসহ আনসার ভিডিপির উপজেলা প্রশিক্ষক, ব্যাটালিয়ন আনসার, সাধারণ আনসার, ইউনিয়ন দলনেতা/দলনেত্রী ভিডিপি সদস্য/সদস্যাবৃন্দ সেখানে উপস্থিত ছিলেন। এ সময় ১৫০টি ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপন করা হয়। বৃক্ষরোপন অভিযান শেষে জেলা আনসার ভিডিপি কার্যালয় বরিশাল এর হল রুমে ভিডিপি অ্যাডভান্স কোর্স (১ম ধাপ) এর সমাপনী অনুষ্ঠানে বরিশাল জেলা কমান্ড্যান্ট মোঃ নাহিদ হাসান জনি’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন- বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী বরিশাল রেঞ্জের রেঞ্জ কমান্ডার মোঃ আব্দুস সামাদ,বিভিএম,পিভিএমএস। তিনি প্রশিক্ষণার্থীদের উদ্দেশ্যে বলেন, বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী বিভিন্ন প্রশিক্ষণ প্রদান করে দক্ষজনশক্তি তৈরি করছেন। আত্নকর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করে দিচ্ছেন, উদ্যোক্তা তৈরিতে সকল প্রকার সহযোগিতা করে থাকে এই বাহিনী। তিনি আরো বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচন ভিডিপি সদস্যদেরকে সর্বোচ্চ পেশাদারীত্বের সাথে নিজেদের উপর অর্পিত দায়িত্ব সঠিকভাবে পালন করতে হবে। জেলা কমান্ড্যান্ট এর কার্যালয় বরিশালে চলমান ২৮ দিনব্যাপী ভিডিপি অ্যাডভান্সড কোর্সের সঙ্গে সমন্বয় করে নির্বাচনী ডিউটির প্রাক-প্রস্তুতি হিসেবে প্রয়োজনীয় অনুশীলন সম্পৃক্ত করা হয়েছে। এ প্রশিক্ষণের আওতায় বাহিনীর সদস্যদের নির্বাচনে করণীয়, ভোটকেন্দ্রে দায়িত্ব পালন, কেন্দ্রের শৃঙ্খলা রক্ষা, ভোটারদের ভোটদানে সহযোগিতা করা, ব্যালট পেপার এবং ব্যালট বাক্সের নিরাপত্তা নিশ্চিতকরণসহ কয়েকটি বিষয়ে হাতে কলমে মহড়া প্রদান করেন বরিশাল জেলা কমান্ড্যান্ট। উক্ত কোর্সে প্রশিক্ষণার্থীদের বিভিন্ন পরীক্ষার মাধ্যমে মূল্যায়ন করে প্রথম, দ্বিতীয়, তৃতীয় স্থান ক্যাটাগরিতে ক্রেস্ট ও প্রশিক্ষণ সনদ প্রদান করা হয়। সমাপনী অনুষ্ঠানে উক্ত কোর্সের ৮০ জন প্রশিক্ষণার্থী উপস্থিত ছিলেন। পরবর্তীতে প্রশিক্ষণে অংশগ্রহণকারীদের মধ্যে প্রশিক্ষণ সনদ বিতরণ করা হয় এবং সমাপনী প্রীতিভোজের আয়োজন করা হয়।