নিজস্ব প্রতিবেদক: বরিশাল মহানগর মহিলা দলের সভানেত্রী অধ্যাপিকা ফারহানা তিথি ডেংগু রোগে আক্রান্ত হয়ে বরিশাল হেমায়েত উদ্দিন ডায়বেটিস হাসপাতালে চিকিৎসাধীন থাকায় তার খোঁজখবর নিতে শনিবার সন্ধায় হাসপাতালে ছুটে যান সাবেক ছাত্রনেতা ও বরিশাল মহানগর বিএনপি’র সাবেক সফল সদস্য সচিব অ্যাডঃ মীর জাহিদুল কবির জাহিদ, সাবেক (দায়িত্বপ্রাপ্ত) মেয়র বিসিসি ও বরিশাল মহানগর বিএনপি’র সাবেক যুগ্ম আহবায়ক আলতাফ মাহমুদ সিকদার, সাবেক ছাত্রনেতা ও বরিশাল মহানগর বিএনপি’র সাবেক যুগ্ম আহবায়ক মোঃ মাকছুদুর রহমান মাকছুদ, সাবেক ছাত্রনেতা ও বরিশাল মহানগর বিএনপি’র সাবেক সহ সাধারন সম্পাদক আ. ন. ম. সাইফুল আহসান আজিম, সাবেক সভাপতি সেচ্ছাসেবক দল বরিশাল মহানগর ও সহ সাংগঠনিক সম্পাদক কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দল মাহবুবুর রহমান পিন্টু, সাবেক ছাত্রনেতা, বরিশাল মহানগর বিএনপি’র সাবেক সদস্য ইয়াসির আরাফাত মিন্টু সহ বরিশাল মহানগর বিএনপি’র বিভিন্ন ওয়ার্ডের নেতৃবৃন্দ ও অঙ্গ – সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। এ সময় উপস্থিত সকলে বরিশাল মহানগর মহিলা দলের সভানেত্রী অধ্যাপিকা ফারহানা তিথি’র আশু রোগ মুক্তি কামনা করে দোয়া করেন।
