ঢাকামঙ্গলবার , ৯ ডিসেম্বর ২০২৫
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. উন্নয়ন ও সমৃদ্ধি
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরির খবর
  10. জনদুর্ভোগ
  11. জাতীয়
  12. জাতীয় সংসদ নির্বাচন ২০২৪
  13. ধর্ম
  14. নারী ও শিশু
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

মহিপুরে ফেরিঘাটে রড–হাতুড়ির আঘাতে রক্তাক্ত মাছ ব্যবসায়ী

নিজস্ব প্রতিবেদন
ডিসেম্বর ৯, ২০২৫ ৬:২৪ পূর্বাহ্ণ
Link Copied!

পটুয়াখালী প্রতিনিধি ॥ পটুয়াখালীর কলাপাড়া উপজেলার আলীপুর মৎস্য বন্দরে আবারও ঘটল সন্ত্রাসী হামলার ঘটনা। সোমবার (৮ ডিসেম্বর) বিকেলে পুরাতন ফেরিঘাট এলাকায় মৎস্য ব্যবসায়ী কামাল বেপারি (৩০)-এর ওপর আকস্মিক হামলায় এলাকা জুড়ে সৃষ্টি হয়েছে আতঙ্ক। বিকেল সাড়ে ৪টার দিকে চায়ের দোকানে বসে থাকা অবস্থায় তিনজনের নেতৃত্বে কয়েকজন তাকে লোহার রড ও হাতুড়ি দিয়ে আঘাত করে।

প্রথমে স্থানীয়রা গুরুতর আহত কামালকে তুলাতুল ২০ শয্যা হাসপাতালে নিয়ে যান। প্রাথমিক চিকিৎসার পর অবস্থার অবনতি হওয়ায় তাকে কলাপাড়া ৫০ শয্যা হাসপাতালে স্থানান্তর করা হয়। পরে কর্তব্যরত চিকিৎসকরা উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের–ই–বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।

প্রত্যক্ষদর্শীরা জানান, হামলাকারীরা হলেন আবু জাফর, হানিফ ও রাসেলসহ আরও কয়েকজন। তাদের দাবি, “এ হামলা পূর্বপরিকল্পিত এবং কোনো তর্ক বা বিবাদ ছাড়াই চালানো হয়েছে।”

আহত কামাল বলেন, “আমি শুধু চা খাচ্ছিলাম। হঠাৎ তারা এসে আমাকে রড–হাতুড়ি দিয়ে মারধর শুরু করে। শত্রুতা নেই কারও সঙ্গে।” তিনি ‘কামাল ফিস’ নামে স্থানীয় একটি ব্যবসা পরিচালনা করেন।

অভিযুক্তদের ফোনে একাধিকবার চেষ্টা করেও তাদের বক্তব্য পাওয়া যায়নি। কলাপাড়া হাসপাতালের চিকিৎসক ডা. পলি সাহা জানান, কামালের মাথা ও পায়ে গুরুতর আঘাত রয়েছে।

মহিপুর থানার ওসি (তদন্ত) অনিমেষ হালদার বলেন, “লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেব।”

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।