ডেস্ক রিপোর্ট ॥ মহান বিজয় দিবস উপলক্ষে রাজধানীর তেজগাঁও পুরোনো বিমানবন্দর এলাকায় অনুষ্ঠিত ব্যতিক্রমী এয়ার শো ও প্যারাট্রুপার প্রদর্শনী দেখতে সাধারণ মানুষের ঢল নেমেছে। মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সকাল থেকেই আগারগাঁও-সংলগ্ন পুরোনো বিমানবন্দরের ফটকে দর্শনার্থীদের দীর্ঘ সারি দেখা যায়।
সশস্ত্র বাহিনীর উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে ‘টিম বাংলাদেশ’-এর ৫৪ জন প্যারাট্রুপার একসঙ্গে জাতীয় পতাকা হাতে প্যারাস্যুটিং করে বিশ্ব রেকর্ড গড়েন। আকাশ থেকে পতাকা হাতে অবতরণের দৃশ্য প্রত্যক্ষ করতে হাজারো মানুষ জড়ো হন প্যারেড গ্রাউন্ড এলাকায়।
নিরাপত্তা নিশ্চিত করতে সেনাবাহিনী, বিমানবাহিনী ও বিজিবির সদস্যরা যৌথভাবে দায়িত্ব পালন করেন। নিরাপত্তা তল্লাশি শেষে দর্শনার্থীদের মাঠে প্রবেশের অনুমতি দেওয়া হয়। আয়োজকরা জানান, পুরো আয়োজন শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে সর্বোচ্চ সতর্কতা নেওয়া হয়েছে।
অনুষ্ঠানে সেনা, নৌ ও বিমানবাহিনীর সমন্বিত ফ্লাইপাস্ট মহড়া দর্শকদের মধ্যে ব্যাপক আগ্রহ সৃষ্টি করে। বিভিন্ন যুদ্ধবিমান ও হেলিকপ্টারের কৌশলগত উড্ডয়ন বিজয় দিবসের আবহকে আরও প্রাণবন্ত করে তোলে।
অনেক দর্শনার্থী বলেন, বিজয় দিবসে এমন বিশ্বমানের আয়োজন তাদের গর্বিত করেছে। স্বাধীনতার ৫৪ বছর পূর্তিতে আকাশে এই ঐতিহাসিক প্রদর্শনী ভবিষ্যৎ প্রজন্মের জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
