পিরোজপুর প্রতিনিধি ॥ বর্তমান যুগে ইসলামী শিক্ষাব্যবস্থা এক কঠিন সংকটকাল অতিক্রম করছে বলে মন্তব্য করেছেন আমীরে হিযবুল্লাহ ছারছীনা শরীফের পীর ছাহেব আলহাজ্ব হযরত মাওলানা শাহ্ আবু নছর নেছারুদ্দীন আহমদ হুসাইন (মা. জি. আ.)। তিনি বলেন, বিশেষ করে সহশিক্ষার ছোবল থেকে মুসলিম ভবিষ্যৎ প্রজন্মকে রক্ষা করতে হলে দীনিয়া মাদ্রাসা প্রতিষ্ঠা ও রক্ষণাবেক্ষণের প্রতি সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে।
বুধবার (১৭ ডিসেম্বর) পিরোজপুরের নেছারাবাদ উপজেলার সুটিয়াকাঠী জোড়াব্রিজ এলাকায় আয়োজিত ঈছালে ছাওয়াব দোয়ার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মাহফিলের আয়োজন করে আলহাজ্ব আব্দুর রঊফ নেছারীয়া দ্বীনিয়া-হাফেজিয়া ও বাইতুন নূর জামে মসজিদ।
পীর ছাহেব কেবলা বলেন, আল্লাহ তায়ালার দরবারে মানুষের বাহ্যিক সৌন্দর্য বা সম্পদ নয়, বরং পরিশুদ্ধ অন্তর ও নেক আমলই গ্রহণযোগ্য। যাদের অন্তর শিরক ও কুফরি থেকে মুক্ত, যারা ঈমান, ইখলাস ও সঠিক আকিদায় অবিচল—তারাই প্রকৃত সফল মানুষ। সুন্নতের প্রতি ভালোবাসা এবং বিদআতের প্রতি ঘৃণাই একজন মুমিনকে দুনিয়া ও আখিরাতে সফলতা এনে দেয়।
মাহফিলে বিশেষ আকর্ষণ ছিল ৫৩ জন হাফেজে কুরআনের দস্তারবন্দী অনুষ্ঠান। পীর ছাহেব কেবলা নিজ হাতে তাদের পাগড়ি পরিয়ে দেন এবং মাদ্রাসার পক্ষ থেকে ক্রেস্ট, জায়নামাজ ও জামা-পাজামার কাপড় উপহার দেওয়া হয়।
মাহফিলের প্রথম দিনে গুরুত্বপূর্ণ আলোচনা করেন ছারছীনা দারুচ্ছুন্নাত জামেয়া-এ নেছারীয়া দ্বীনিয়ার মুদীর মাওলানা মাহমুদুল মুনীর হামীম, মুফতী মাওলানা মো. হায়দার হোসাইন এবং ঢাকা মিরপুর জনকল্যাণ জামে মসজিদের খতিব মাওলানা শামসুল আলম মোহেব্বী। দ্বিতীয় দিনে আলোচনা করেন বাংলাদেশ জমইয়াতে হিযবুল্লাহর নায়েবে আমীর আলহাজ্ব মাওলানা মির্জা মো. নূরুর রহমান বেগ, সাংগঠনিক সম্পাদক মাওলানা মো. হেমায়েত বিন তৈয়্যেব ও মাওলানা মোহেব্বুল্লাহ আল মাহমুদ।
এছাড়াও উপস্থিত ছিলেন পিরোজপুর জেলা বিএনপির সাবেক আহ্বায়ক অধ্যক্ষ মো. আলমগীর হোসেন, কাউখালি উপজেলা বিএনপির সভাপতি মো. আহসান হাবিব, স্বরূপকাঠি পৌর বিএনপির সভাপতি কাজী মো. কামাল হোসেনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সাংবাদিকরা।
