ঢাকাশুক্রবার , ১৯ ডিসেম্বর ২০২৫
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. উন্নয়ন ও সমৃদ্ধি
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরির খবর
  10. জনদুর্ভোগ
  11. জাতীয়
  12. ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৬
  13. ধর্ম
  14. নারী ও শিশু
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

হাদী হত্যার প্রতিবাদ-বিচার দাবিতে জন্মভূমি ঝালকাঠিতে বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদন
ডিসেম্বর ১৯, ২০২৫ ১২:৪৪ অপরাহ্ণ
Link Copied!

ঝালকাঠি প্রতিনিধি ॥ ঝালকাঠিতে শরিফ ওসমান বিন হাদির হত্যাকাণ্ডের প্রতিবাদে জনরোষ আরও তীব্র আকার ধারণ করেছে। ইনকিলাব মঞ্চের আহ্বায়ক হাদির হত্যাকারীদের গ্রেফতার ও বিচার দাবিতে শুক্রবার (১৯ ডিসেম্বর) জুমার নামাজ শেষে জেলার বিভিন্ন স্থানে বিক্ষোভ কর্মসূচি পালিত হয়।

ঝালকাঠি শহরে ঈদগাহ মসজিদ প্রাঙ্গণ থেকে শুরু হওয়া বিক্ষোভ মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে বরিশাল–খুলনা আঞ্চলিক মহাসড়কের ঝালকাঠি কলেজ মোড়ে এসে পৌঁছায়। সেখানে অবস্থান নিয়ে সড়ক অবরোধ করলে দক্ষিণাঞ্চলের সঙ্গে যোগাযোগ সাময়িকভাবে বিচ্ছিন্ন হয়ে পড়ে।

অবরোধ চলাকালে জরুরি সেবার যানবাহন চলাচল স্বাভাবিক রাখতে অ্যাম্বুলেন্স, ফায়ার সার্ভিস ও ওষুধ পরিবহনকারী যান চলাচলের সুযোগ দেওয়া হয়। তবে অবরোধের কারণে সড়কের উভয় পাশে দীর্ঘ যানজট সৃষ্টি হয়, যা কয়েক কিলোমিটার পর্যন্ত বিস্তৃত হয়।

এই কর্মসূচিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), গণঅধিকার পরিষদ, ইসলামি আন্দোলন, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরসহ বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন। বিক্ষোভকারীরা প্রশাসনের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করে বলেন, হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের গ্রেফতারে গড়িমসি চলতে থাকলে আন্দোলন আরও কঠোর হবে।

একই দাবিতে জেলার নলছিটি উপজেলায়ও জুমার নামাজ শেষে সর্বস্তরের জনগণের অংশগ্রহণে পৃথক বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। আন্দোলনকারীরা দ্রুত বিচার নিশ্চিতের আহ্বান জানান।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।