ঢাকাশুক্রবার , ৯ জানুয়ারি ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. উন্নয়ন ও সমৃদ্ধি
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরির খবর
  10. জনদুর্ভোগ
  11. জাতীয়
  12. জাতীয় সংসদ নির্বাচন ২০২৪
  13. ধর্ম
  14. নারী ও শিশু
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

গৌরনদীতে চুরি করতে এসে ধরা, গাছে বেঁধে গণধোলাই

নিজস্ব প্রতিবেদন
জানুয়ারি ৯, ২০২৬ ১১:১৩ পূর্বাহ্ণ
Link Copied!

গৌরনদী প্রতিনিধি ॥ গৌরনদীর বেজগাতি গ্রামে রাতের আঁধারে চুরি করতে গিয়ে জনতার হাতে আটক হয়েছেন নাজমুল সরদার (২৪)। পরে গ্রামবাসীর গণধোলাইয়ের শিকার হয়ে শেষ পর্যন্ত পুলিশের হাতে আটক হন তিনি।

স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার দিবাগত রাত সোয়া তিনটার দিকে নাজমুল সরদার বেজগাতি গ্রামের ওয়ার্কশপ মিস্ত্রী মাহবুব ঘরামীর বসতঘরে চুরির উদ্দেশ্যে প্রবেশ করেন। এ সময় বাড়ির লোকজন টের পেয়ে চিৎকার করলে আশপাশের লোকজন জড়ো হয়ে তাকে ধরে ফেলেন।

ঘটনার পরপরই উত্তেজিত এলাকাবাসী তাকে একটি গাছের সঙ্গে বেঁধে মারধর করে। এতে তিনি আহত হন। খবর পেয়ে গৌরনদী মডেল থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং অভিযুক্তকে উদ্ধার করে থানায় নিয়ে যায়।

এলাকাবাসীর অভিযোগ, নাজমুল দীর্ঘদিন ধরে নেশাগ্রস্ত অবস্থায় এলাকায় ঘোরাফেরা করতেন। চুরির ঘটনার পর তার পরিবারের লোকজনকে জানানো হলেও তারা ঘটনাস্থলে আসেননি। এতে ক্ষোভ আরও বেড়ে যায় বলে স্থানীয়রা জানান।

ঘটনার পর এলাকায় কিছু সময় উত্তেজনা বিরাজ করলেও পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক হয়। স্থানীয় সচেতন মহল মনে করছেন, অপরাধ দমনে আইনি প্রক্রিয়ার ওপর আস্থা রাখা জরুরি।

গৌরনদী মডেল থানার ওসি তারিক হাসান রাসেল জানান, আটককৃত নাজমুল সরদারের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করে তাকে আদালতে পাঠানো হয়েছে। তিনি বলেন, কোনো অবস্থাতেই গণপিটুনি সমর্থনযোগ্য নয় এবং এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।