ঢাকাশনিবার , ১০ জানুয়ারি ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. উন্নয়ন ও সমৃদ্ধি
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরির খবর
  10. জনদুর্ভোগ
  11. জাতীয়
  12. জাতীয় সংসদ নির্বাচন ২০২৪
  13. ধর্ম
  14. নারী ও শিশু
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

হিংসা নয় ঐক্যেই সমাধান সম্ভব: তারেক রহমান

নিজস্ব প্রতিবেদন
জানুয়ারি ১০, ২০২৬ ১১:০২ পূর্বাহ্ণ
Link Copied!

ডেস্ক রিপোর্ট ॥ সহিংসতা ও প্রতিহিংসার রাজনীতি থেকে বেরিয়ে এসে মতপার্থক্যের মধ্যেও ঐক্য বজায় রাখার আহ্বান জানিয়েছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেছেন, ভবিষ্যৎ সাংবাদিকতায় স্বাধীনতা ও নিরাপত্তা নিশ্চিত করতে রাজনৈতিক সহনশীলতা অপরিহার্য।

শনিবার (১০ জানুয়ারি) রাজধানীর বনানীর হোটেল শেরাটনে সাংবাদিকদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়ের সময় তিনি এসব কথা বলেন। এ সময় সাংবাদিক সমাজের ভূমিকার প্রশংসা করে তিনি বলেন, গণতন্ত্র টিকিয়ে রাখতে স্বাধীন গণমাধ্যমের বিকল্প নেই।

তারেক রহমান বলেন, “হিংসা বা প্রতিহিংসা কোনো সমস্যার সমাধান দিতে পারে না। মতপার্থক্য গণতন্ত্রের সৌন্দর্য, কিন্তু মতবিভেদ জাতিকে বিভক্ত করে।” তিনি দলমত নির্বিশেষে জাতীয় স্বার্থে একসঙ্গে কাজ করার ওপর গুরুত্ব দেন।

সাংবাদিক নির্যাতনের প্রসঙ্গ টেনে তিনি বলেন, গত ১৬ বছরে সাংবাদিকদের ওপর যে নির্যাতন হয়েছে, তা তিনি জানেন। “আমি দেশে উপস্থিত না থাকলেও নিয়মিত তথ্য রাখার চেষ্টা করেছি,” বলেন তিনি। পাশাপাশি তিনি তার দলের নেতাকর্মী ও তার পরিবারের ওপর চালানো নির্যাতনের কথাও উল্লেখ করেন।

ভবিষ্যৎ সাংবাদিকতায় স্বাধীনতা থাকবে উল্লেখ করে বিএনপি চেয়ারম্যান বলেন, “আমরা আর কখনোই পাঁচ আগস্টের আগের সেই দমনমূলক পরিস্থিতিতে ফিরে যেতে চাই না।”

দেশের পরিবেশ ও নদী দূষণ প্রসঙ্গে তিনি বলেন, “একটির পর একটি নদী দূষণের শিকার হচ্ছে। এটি শুধু পরিবেশগত সমস্যা নয়, জাতীয় সংকট। এর সমাধানে সংসদে এবং জনপরিসরে আলোচনার প্রয়োজন রয়েছে।”

নতুন প্রজন্মের প্রতি আহ্বান জানিয়ে তারেক রহমান বলেন, “তরুণরা আশা নিয়ে তাকিয়ে আছে। সব প্রত্যাশা পূরণ নাও হতে পারে, কিন্তু ঐক্যবদ্ধ প্রচেষ্টায় দেশকে সঠিক পথে এগিয়ে নেওয়া সম্ভব।”

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।