ডেস্ক রিপোর্ট ॥ বাংলাদেশি বিজ্ঞানীদের আন্তর্জাতিক স্বীকৃতির ধারাবাহিকতায় নতুন করে আলোচনায় এসেছেন অধ্যাপক ড. সাইদুর রহমান। মালয়েশিয়ায় কর্মরত এই গবেষক এডি সায়েন্টিফিক ইনডেক্স র্যাঙ্কিং ২০২৬-এ মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং শাখায় মালয়েশিয়ায় প্রথম, এশিয়ায় দ্বিতীয় এবং বিশ্বে সপ্তম স্থান অর্জন করে আন্তর্জাতিক গবেষণা অঙ্গনে নিজের অবস্থান আরও সুদৃঢ় করেছেন।
বিশ্বের ৩৩ হাজারের বেশি বিজ্ঞানীর মধ্য থেকে এই অবস্থানে পৌঁছানো অধ্যাপক ড. সাইদুর রহমানের জন্য নতুন নয়। ২০২৫ সালেও তিনি একই র্যাঙ্কিংয়ে বিশ্বে সপ্তম অবস্থানে ছিলেন। গবেষণায় দীর্ঘদিন ধরে ধারাবাহিক উৎকর্ষ বজায় রাখার এই সক্ষমতা তাকে আন্তর্জাতিক গবেষণা মহলে অনন্য করে তুলেছে।
টেকসই জ্বালানি ও নবায়নযোগ্য জ্বালানি গবেষণায় তার অবদান বিশেষভাবে প্রশংসিত। স্কলারজিপিএস ২০২৫ অনুযায়ী তিনি এই ক্ষেত্রে বিশ্বসেরা বিজ্ঞানী হিসেবে প্রথম স্থান অর্জন করেন। একই সঙ্গে স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয় ও এলসেভিয়ারের যৌথ বিশ্লেষণে প্রকাশিত বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় মালয়েশিয়ার বিজ্ঞানীদের মধ্যে এনার্জি গবেষণায় শীর্ষে ছিলেন তিনি।
শিক্ষা ও উদ্ভাবনে অবদানের স্বীকৃতিস্বরূপ সানওয়ে ইউনিভার্সিটি তাকে একাধিক সম্মাননায় ভূষিত করেছে। উদ্যোক্তা ও উদ্ভাবনে উৎকর্ষতা পুরস্কারের পাশাপাশি শিক্ষার্থীদের কৃতজ্ঞতা স্বীকৃতিও পেয়েছেন তিনি। ২০২৫ সালে ওবাদা পুরস্কারে ‘বিশিষ্ট বিজ্ঞানী’ হিসেবে নির্বাচিত হওয়াও তার গবেষণার আন্তর্জাতিক স্বীকৃতির আরেকটি প্রমাণ।
গুগল স্কলারের তথ্য অনুযায়ী, তার গবেষণার এইচ-ইনডেক্স ১৪৫ এবং সাইটেশনের সংখ্যা ৮৬ হাজার ছাড়িয়েছে। ২০১৪ থেকে ২০২১ সাল পর্যন্ত নিজ গবেষণা ক্ষেত্রে শীর্ষ ১ শতাংশ গবেষক হিসেবে অবস্থান করায় ক্ল্যারিভেট অ্যানালিটিক্স তাকে বিশ্বসেরা গবেষকের স্বীকৃতি দেয়। ন্যানোম্যাটেরিয়াল, ন্যানোফ্লুইড ও জ্বালানি প্রযুক্তি গবেষণায় তার অবদান বিশেষভাবে উল্লেখযোগ্য।
অধ্যাপক ড. সাইদুর রহমান তরুণ গবেষকদের অনুপ্রাণিত করতে অনলাইন সেমিনার, সামাজিক যোগাযোগমাধ্যম ও ইউটিউব চ্যানেলের মাধ্যমে ২৮ বছরের গবেষণা অভিজ্ঞতা ভাগ করে দিচ্ছেন। পাশাপাশি অসহায় ও মেধাবী শিক্ষার্থীদের সহায়তায়ও তিনি সক্রিয়। ২০২২ সালে বাংলাদেশ সরকার তাকে বাণিজ্যিকভাবে গুরুত্বপূর্ণ ব্যক্তি (সিআইপি) সম্মাননা প্রদান করে। সংশ্লিষ্টদের মতে, তার এই অর্জন দক্ষিণ এশিয়ার গবেষণা অঙ্গনের জন্য অনুপ্রেরণার দৃষ্টান্ত।
