ঢাকাশনিবার , ১০ জানুয়ারি ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. উন্নয়ন ও সমৃদ্ধি
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরির খবর
  10. জনদুর্ভোগ
  11. জাতীয়
  12. জাতীয় সংসদ নির্বাচন ২০২৪
  13. ধর্ম
  14. নারী ও শিশু
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

ঝালকাঠি-১: উঠান বৈঠকে বিড়িতে সুখটান বক্তব্যে বিপাকে জামায়াত প্রার্থী, নোটিশ

নিজস্ব প্রতিবেদন
জানুয়ারি ১০, ২০২৬ ২:২৭ অপরাহ্ণ
Link Copied!

ঝালকাঠি প্রতিনিধি ॥ ধর্মকে ব্যবহার করে ভোট প্রার্থনা এবং নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে ঝালকাঠি-১ আসনের জামায়াত প্রার্থী ফয়জুল হককে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে নির্বাচন কমিশন। বিষয়টি নিয়ে এলাকায় রাজনৈতিক অঙ্গনে আলোচনা শুরু হয়েছে।

শুক্রবার (৯ জানুয়ারি) সন্ধ্যায় ঝালকাঠি-১ আসনের নির্বাচনী অনুসন্ধান ও বিচারিক কর্মকর্তা এবং যুগ্ম জেলা ও দায়রা জজ (দ্বিতীয় আদালত) রেজওয়ানা আফরিন তার কার্যালয় থেকে এ নোটিশ জারি করেন। নোটিশে বলা হয়, গত ৭ জানুয়ারি রাজাপুর উপজেলায় অনুষ্ঠিত একটি নির্বাচনী উঠান বৈঠকে জনসমক্ষে ধর্মীয় অনুভূতিকে কাজে লাগিয়ে ভোট প্রার্থনার বক্তব্য দেন ফয়জুল হক।

নির্বাচনী অনুসন্ধান কমিটির মতে, উক্ত বক্তব্যটি সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা, ২০২৫-এর একাধিক ধারার সুস্পষ্ট লঙ্ঘন। বিশেষ করে ধর্মীয় অনুভূতির অপব্যবহার, সামাজিক যোগাযোগমাধ্যমে ধর্মীয় ইঙ্গিত ব্যবহার এবং নির্ধারিত সময়ের আগে প্রচারণা চালানোর বিষয়টি নোটিশে উল্লেখ করা হয়েছে।

এ বিষয়ে জামায়াত প্রার্থী ফয়জুল হক বলেন, তার বক্তব্যটি ভুলভাবে উপস্থাপন করা হয়েছে। তিনি দাবি করেন, সমাজের সব শ্রেণি-পেশার মানুষের কাছে পৌঁছানোর জন্য উদাহরণ হিসেবে ওই বক্তব্য দেন। তার ভাষায়, “আমি কাউকে আঘাত করার উদ্দেশ্যে কিছু বলিনি। দাঁড়িওয়ালা-দাঁড়ি ছাড়া, বিড়ি খাওয়া মানুষদের উদ্দেশে সাধারণভাবে ভোট চেয়েছি।”

তিনি আরও বলেন, তিনি আইনের প্রতি শ্রদ্ধাশীল এবং নির্ধারিত সময়ে কারণ দর্শানোর নোটিশের লিখিত জবাব দেবেন।

নোটিশ অনুযায়ী, আগামী ১২ জানুয়ারি ঝালকাঠি জেলা জজ আদালতের দ্বিতীয় তলায় যুগ্ম জেলা ও দায়রা জজ দ্বিতীয় আদালতের বিচারকের কার্যালয়ে সশরীরে উপস্থিত হয়ে ব্যাখ্যা দিতে বলা হয়েছে। ব্যাখ্যা সন্তোষজনক না হলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের বিষয়টি বিবেচনা করা হবে বলে নোটিশে উল্লেখ রয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।