ঝালকাঠি প্রতিনিধি ॥ নলছিটি উপজেলার বৈচন্ডী গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক কলেজ শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। শনিবার (১০ জানুয়ারি) রাতে ঘটে যাওয়া এ দুর্ঘটনায় প্রাণ হারান নাজমুল ইসলাম (২০), যিনি নলছিটি সরকারি ডিগ্রি কলেজের একাদশ শ্রেণির ছাত্র ছিলেন।
নিহত নাজমুল ইসলাম উপজেলার বৈচন্ডী গ্রামের বাসিন্দা মো. শাহজাহান হাওলাদারের ছেলে। নলছিটি থানা পুলিশ জানায়, রাত আনুমানিক ৯টার দিকে নিজের ঘরের বিদ্যুৎ সংযোগে ত্রুটি মেরামতের সময় এই দুর্ঘটনা ঘটে।
নিহতের চাচা মো. আনিছুর রহমান জানান, বিদ্যুতের সংযোগ ঠিক করার সময় হঠাৎ নাজমুল বিদ্যুতায়িত হয়ে অচেতন হয়ে পড়ে যান। পরিবারের লোকজন দ্রুত তাকে উদ্ধার করে নলছিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঘটনার পরপরই বিষয়টি পুলিশকে জানানো হয়। নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আরিফুল আলম বলেন, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। পরিবারের কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
নাজমুলের মৃত্যুতে পরিবারে নেমে এসেছে গভীর শোক। একই সঙ্গে এলাকায় শোকের আবহ বিরাজ করছে। স্থানীয়রা জানান, নাজমুল ছিলেন শান্ত ও ভদ্র প্রকৃতির একজন শিক্ষার্থী। তার এমন অকাল মৃত্যু কেউ মেনে নিতে পারছে না।
