ডেস্ক রিপোর্ট ॥ জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) অভ্যন্তরীণ রাজনৈতিক অসামঞ্জস্যতার অভিযোগ তুলে বাগেরহাট সদর উপজেলা শাখার প্রধান সমন্বয়ক আলী হুসাইনসহ ১২ জন নেতা একযোগে পদত্যাগ করেছেন। রোববার (১১ জানুয়ারি) দুপুরে বাগেরহাট প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে এই পদত্যাগের ঘোষণা দেওয়া হয়।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে আলী হুসাইন বলেন, ২০২৪ সালের গণ-অভ্যুত্থানের পর একটি নতুন রাজনৈতিক বন্দোবস্ত ও নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয় নিয়ে জাতীয় নাগরিক পার্টির যাত্রা শুরু হয়েছিল। সেই আদর্শ ও অঙ্গীকারের সঙ্গে বর্তমান রাজনৈতিক সমীকরণে বড় ধরনের অসামঞ্জস্য দেখা যাচ্ছে।
তিনি বলেন, আমি ২০২৫ সালের ৩ জুন থেকে বাগেরহাট সদর উপজেলা শাখার প্রধান সমন্বয়ক হিসেবে দায়িত্ব পালন করেছি। কিন্তু সময়ের ব্যবধানে স্পষ্ট হয়েছে, আমার ব্যক্তি দর্শন এবং এনসিপির বর্তমান রাজনৈতিক দর্শনের মধ্যে মৌলিক বিরোধ রয়েছে। এই সাংঘর্ষিক অবস্থানের কারণে দলটির সঙ্গে আমার আর পথচলা সম্ভব নয়।
পদত্যাগকারী অন্যান্য নেতারা হলেন—যুগ্ম সমন্বয়ক কাজী মাহফুজুর রহমান, আশিকুর রহমান সুমন, শেখ রাসেল, শেখ মিজানুর রহমান, মো. হাসান শেখ, মো. শহিদুল ইসলাম, শেখ জাহিদুল ইসলাম, শেখ নাবিল হোসেন, মো. জনি, মুনিয়া আক্তার জেনি ও মো. রাতুল আহসান।
তারা জানান, দলটির জন্মলগ্নে যে গণতান্ত্রিক ও নাগরিক রাজনীতির স্বপ্ন দেখানো হয়েছিল, বাস্তবতায় তা প্রতিফলিত হচ্ছে না। তাই সম্মিলিতভাবে তারা দল থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন।
সংবাদ সম্মেলনে নেতারা আরও বলেন, তারা রাজনীতি থেকে সরে যাচ্ছেন না, তবে ভবিষ্যতে কোন রাজনৈতিক প্ল্যাটফর্মে কাজ করবেন সে বিষয়ে এখনই কিছু জানাতে চান না।
