ডেস্ক রিপোর্ট ॥ গণভোটে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে প্রচারণা চালাতে সরকারের কোনো আইনি বাধা নেই বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। রোববার (১১ জানুয়ারি) ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক ব্রিফিংয়ে তিনি এ কথা জানান।
প্রেস সচিব জানান, রোববার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেন ইউরোপীয় ইউনিয়নের নির্বাচন পর্যবেক্ষক মিশনের প্রধান পর্যবেক্ষক ইয়ার ইয়াবস। এ সময় গণভোট ও আসন্ন নির্বাচন নিয়ে আলোচনা হয়।
শফিকুল আলম বলেন, প্রধান উপদেষ্টা ইইউ প্রতিনিধিদলকে জানিয়েছেন, অন্তর্বর্তী সরকার ‘হ্যাঁ’ ভোটের জন্য সচেতনতা তৈরি করছে এবং করবে। এ বিষয়ে সরকার দেশের শীর্ষস্থানীয় আইন বিশেষজ্ঞদের কাছ থেকে আইনি পরামর্শ নিয়েছে। তারা লিখিতভাবে জানিয়েছেন, অন্তর্বর্তী সরকারের এই প্রচারণায় কোনো আইনি প্রতিবন্ধকতা নেই।
তিনি আরও বলেন, ইইউ পর্যবেক্ষক দলের প্রধানের সঙ্গে বৈঠকে কোনো রাজনৈতিক দল বা আওয়ামী লীগের নির্বাচনে অংশগ্রহণ প্রসঙ্গ আলোচনায় আসেনি। গণভোটই ছিল আলোচনার কেন্দ্রবিন্দু। ইইউ রাষ্ট্রদূত মন্তব্য করেন, ‘হ্যাঁ’ ভোটের মাধ্যমে প্রয়োজনীয় সংস্কার বাস্তবায়ন সম্ভব হবে।
প্রেস সচিব জানান, ইইউ মিশনের প্রধান বলেছেন, তাদের পর্যবেক্ষক দল সারা দেশে ছড়িয়ে পড়বে। তারা বড় রাজনৈতিক দল, অন্যান্য স্টেকহোল্ডার ও সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলবে এবং পুরো প্রক্রিয়া পর্যবেক্ষণ করবে।
প্রধান উপদেষ্টার বরাতে তিনি আরও জানান, নির্বাচন ও গণভোট অবাধ, সুষ্ঠু, গ্রহণযোগ্য ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন হবে—এমন আশ্বাস ইইউকে দেওয়া হয়েছে। অন্তর্বর্তী সরকার ও নির্বাচন কমিশন সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে বলেও জানান তিনি।
