ঢাকারবিবার , ১১ জানুয়ারি ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. উন্নয়ন ও সমৃদ্ধি
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরির খবর
  10. জনদুর্ভোগ
  11. জাতীয়
  12. জাতীয় সংসদ নির্বাচন ২০২৪
  13. ধর্ম
  14. নারী ও শিশু
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

গণভোটে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে: আলী রীয়াজ

নিজস্ব প্রতিবেদন
জানুয়ারি ১১, ২০২৬ ১:২০ অপরাহ্ণ
Link Copied!

নিজস্ব প্রতিবেদক ॥ গণভোটে ‘হ্যাঁ’ ভোট বিজয়ী না হলে খুনি-মাফিয়া ও ফ্যাসিস্ট শক্তি আবার মাথাচাড়া দিতে পারে বলে সতর্ক করেছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার। তিনি বলেন, এসব শক্তি বিদেশে পাচার করা বিপুল অর্থ ব্যয় করে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র করছে।

রোববার (১১ জানুয়ারি) বরিশাল নগরীর বেলস পার্কে অনুষ্ঠিত বিভাগীয় ইমাম সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক আলী রীয়াজ।

অধ্যাপক আলী রীয়াজ তার বক্তব্যে বলেন, বিগত ১৬ বছর ছিল বাংলাদেশের ইতিহাসের এক ভয়াবহ অধ্যায়। গুম, খুন ও দমন-পীড়নের মাধ্যমে মানুষের কণ্ঠরোধ করা হয়েছিল। সেই অন্ধকার অধ্যায় আর ফিরে না আসতে হলে আসন্ন গণভোটে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে।

তিনি বলেন, মতভেদ থাকলেও দেশের কল্যাণে একটি ন্যায়ভিত্তিক রাষ্ট্র গড়তে সবাইকে এক কাতারে দাঁড়াতে হবে। জুলাই জাতীয় সনদের আলোকে একটি মানবিক ও গণতান্ত্রিক রাষ্ট্র গঠনে গণভোট অত্যন্ত গুরুত্বপূর্ণ।

বরিশাল বিভাগীয় প্রশাসন ও ইসলামিক ফাউন্ডেশনের যৌথ আয়োজনে অনুষ্ঠিত এ সম্মেলনে সভাপতিত্ব করেন বরিশালের অতিরিক্ত বিভাগীয় কমিশনার মোহাম্মদ মাহফুজুর রহমান। স্বাগত বক্তব্য দেন ইসলামিক ফাউন্ডেশনের বরিশাল বিভাগীয় পরিচালক কৃষিবিদ মো. নুরুল ইসলাম।

বিশেষ অতিথি হিসেবে আরও বক্তব্য দেন ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মো. কামাল উদ্দিন। এছাড়া বক্তব্য দেন বাংলাদেশ পুলিশের বরিশাল রেঞ্জের ডিআইজি মো. শফিকুল ইসলাম এবং বরিশাল বিভাগীয় ইমাম সমিতির সভাপতি মাওলানা আবদুল হাই নিজামী।

বক্তারা বলেন, গণভোটের গুরুত্ব জনগণের কাছে পৌঁছে দিতে ধর্মীয় নেতাদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সমাজে শান্তি, ন্যায় ও গণতন্ত্র প্রতিষ্ঠায় ইমাম ও আলেম সমাজ কার্যকর ভূমিকা রাখতে পারেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।