ঢাকামঙ্গলবার , ১৩ জানুয়ারি ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. উন্নয়ন ও সমৃদ্ধি
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরির খবর
  10. জনদুর্ভোগ
  11. জাতীয়
  12. জাতীয় সংসদ নির্বাচন ২০২৪
  13. ধর্ম
  14. নারী ও শিশু
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

এনসিপির পদত্যাগকারীদের বিকল্প রাজনীতির ডাক দিয়ে আসছে “জনযাত্রা”

নিজস্ব প্রতিবেদন
জানুয়ারি ১৩, ২০২৬ ৫:৫৯ পূর্বাহ্ণ
Link Copied!

ডেস্ক রিপোর্ট ॥ জুলাই গণ-অভ্যুত্থানের পর রাজনৈতিক অঙ্গনে নতুন ধারার উদ্যোগ হিসেবে আত্মপ্রকাশ করতে যাচ্ছে ‘জনযাত্রা’ নামের একটি রাজনৈতিক প্ল্যাটফর্ম। জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে পদত্যাগ করা নেতারা এবং আন্দোলনে সক্রিয় ছাত্রনেতাদের সমন্বয়ে এই প্ল্যাটফর্ম গঠনের প্রস্তুতি চূড়ান্ত পর্যায়ে রয়েছে।

আগামী ১৬ জানুয়ারি রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে প্ল্যাটফর্মটির আনুষ্ঠানিক ঘোষণা আসতে পারে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে। এতে গুরুত্বপূর্ণ ভূমিকায় থাকবেন এনসিপির সাবেক যুগ্ম আহ্বায়ক অনিক রায়, সাবেক যুগ্ম সদস্যসচিব তুহিন খান এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক নাজিফা জান্নাত। বাংলাদেশ ছাত্র ইউনিয়নের ঢাকা বিশ্ববিদ্যালয় সংসদের সভাপতি মেঘমল্লার বসুও এই উদ্যোগে যুক্ত হচ্ছেন।

এক ছাত্রনেতা নাম প্রকাশ না করার শর্তে জানান, প্ল্যাটফর্মটির নেতৃত্বে থাকবেন তরুণরা। তবে শিক্ষক, বুদ্ধিজীবী ও সামাজিক আন্দোলনের অভিজ্ঞ ব্যক্তিরা নেপথ্যে থেকে পরামর্শ দেবেন। বিদেশে অবস্থানরত প্রাক্তন ছাত্রনেতা ও রাজনৈতিক কর্মীরাও এতে যুক্ত আছেন। প্রাথমিক পর্যায়ে কেউ কেউ পরিচয় গোপন রেখে বা ছদ্মনামে কাজ করবেন।

এনসিপির সাবেক যুগ্ম সদস্যসচিব ও মিডিয়া সেলের সম্পাদক মুশফিক উস সালেহীন জানান, তিনি এখনো কোনো প্ল্যাটফর্মে যুক্ত হওয়ার সিদ্ধান্ত নেননি।

উদ্যোক্তারা বলেন, জুলাই গণ-অভ্যুত্থানের পর থেকেই ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় নতুন রাজনৈতিক প্ল্যাটফর্ম গড়ার বিষয়ে আলোচনা চলছিল। একাধিক সভা ও সমাবেশের পর রাজনৈতিক প্ল্যাটফর্ম হিসেবে আত্মপ্রকাশের সিদ্ধান্ত নেওয়া হয়।

অনিক রায় বলেন, ব্যক্তি উদ্যোগে আন্দোলন করা মানুষ, ছাত্রসংগঠনের নেতা এবং জুলাই আন্দোলনের সমন্বয়কদের সঙ্গে আলোচনা করেই প্ল্যাটফর্মটি সাজানো হচ্ছে। শুরুতে একটি আনুষ্ঠানিক ঘোষণা আসবে, পরে পর্যায়ক্রমে আরও অনেকে যুক্ত হবেন।

বিশ্লেষকদের মতে, তরুণ নেতৃত্বনির্ভর এই উদ্যোগ ভবিষ্যতে দেশের রাজনৈতিক ধারায় নতুন মাত্রা যোগ করতে পারে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।