ডেস্ক রিপোর্ট ॥ স্বাধীন, দায়িত্বশীল ও সাহসী সাংবাদিকতা রক্ষায় সাংবাদিক সমাজকে ঐক্যবদ্ধ অবস্থান নেওয়ার আহ্বান জানানো হয়েছে রাজধানীতে অনুষ্ঠিত গণমাধ্যম সম্মিলন থেকে। বক্তারা বলেছেন, মতপ্রকাশের স্বাধীনতা ও গণতান্ত্রিক মূল্যবোধের ওপর যে কোনো আঘাত সাংবাদিকতার অস্তিত্বের জন্য হুমকি।
শনিবার (১৭ জানুয়ারি) সকাল ১০টার পর রাজধানীর খামারবাড়ির কৃষিবিদ ইনস্টিটিটিউটে নোয়াব ও সম্পাদক পরিষদের যৌথ আয়োজনে এ সম্মিলন শুরু হয়। সম্মিলনের শুরুতে জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা শুরু হয়।
বক্তব্যে নিউএইজ সম্পাদক নুরুল কবীর বলেন, গণমাধ্যম দুর্বল হলে পুরো সমাজ দুর্বল হয়ে পড়ে। নাগরিক অধিকার রক্ষায় গণমাধ্যমের বিকল্প নেই। তিনি সাংবাদিকদের নিজেদের মধ্যে ঐক্য ও পারস্পরিক সহযোগিতা বাড়ানোর ওপর জোর দেন।
ডেইলি স্টার সম্পাদক মাহফুজ আনাম বলেন, সাংবাদিকরা যদি মূল্যবোধের জায়গা থেকে সরে যান, তাহলে সমাজ তাদের বিশ্বাস করবে না। তিনি সরকারকে উদ্দেশ করে বলেন, স্বাধীন সাংবাদিকতা থাকলেই রাষ্ট্র উপকৃত হবে।
কালের কণ্ঠ সম্পাদক হাসান হাফিজ বলেন, গণমাধ্যমে অগ্নিসংযোগের মতো ঘটনা নজিরবিহীন ও লজ্জাজনক। ঘৃণার রাজনীতি ও সহিংসতা দেশের ভাবমূর্তিকে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করছে।
বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের মহাসচিব কাদের গনি চৌধুরী বলেন, বিভক্ত সাংবাদিক সমাজ দুর্বল সমাজ। বিভেদ ভুলে ঐক্য গড়ে তুলতে না পারলে একে একে সবাইকে টার্গেট করা হবে।
প্রথম আলোর সম্পাদক মতিউর রহমান বলেন, সব সরকারের সময়েই গণমাধ্যম চাপের মুখে পড়েছে। এই বাস্তবতায় সাংবাদিকদের মধ্যে ঐক্য গড়ে তোলার বিকল্প নেই।
সম্মিলন থেকে সাংবাদিকতা ও মতপ্রকাশের স্বাধীনতা রক্ষায় ভবিষ্যতে আরও সমন্বিত উদ্যোগ নেওয়ার প্রত্যাশা ব্যক্ত করা হয়।
