ঢাকারবিবার , ১ ডিসেম্বর ২০২৪
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. উন্নয়ন ও সমৃদ্ধি
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরির খবর
  10. জনদুর্ভোগ
  11. জাতীয়
  12. জাতীয় সংসদ নির্বাচন ২০২৪
  13. ধর্ম
  14. নারী ও শিশু
  15. ফিচার

কুয়াকাটা প্রেসক্লাবে সাংবাদিক খান এ রাজ্জাকের ২য় মৃত্যুবার্ষিকী পালন

নিজস্ব প্রতিবেদন
ডিসেম্বর ১, ২০২৪ ১:২৩ অপরাহ্ণ
Link Copied!

পটুয়াখালী প্রতিনিধি ॥ কুয়াকাটা প্রেসক্লাবের সদস্য ও খানাবাদ ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক খান এ রাজ্জাকের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে রবিবার (১ ডিসেম্বর) আলোচনা সভা ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। তার কর্মময় জীবন ও আদর্শ স্মরণে আয়োজিত এই অনুষ্ঠানে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।

দুপুরে কুয়াকাটা প্রেসক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন প্রেসক্লাব সভাপতি রুমান ইমতিয়াজ তুষার। সভায় প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন প্রেসক্লাবের সাবেক সভাপতি আনোয়ার হোসেন আনু। এছাড়া বক্তব্য দেন সাধারণ সম্পাদক হোসাইন আমির, সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান, সাংবাদিক কাজী সাঈদ ও আসাদুজ্জামান মিরাজ, এবং টোয়াকের সাধারণ সম্পাদক কেএম জহির।

বক্তারা বলেন, খান এ রাজ্জাক ছিলেন একজন আদর্শবান শিক্ষক, নিবেদিতপ্রাণ সাংবাদিক এবং মানবিক গুণাবলিতে সমৃদ্ধ ব্যক্তি। তার কর্মময় জীবন থেকে বর্তমান প্রজন্মের অনেক কিছু শেখার আছে। তারা আরও বলেন, রাজ্জাকের সাদামাটা জীবন ও সমাজসেবামূলক কাজ তাকে সবার মনে আজীবন বাঁচিয়ে রাখবে।

আলোচনা সভা শেষে দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালনা করেন কুয়াকাটা বাইতুল আরোজ কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম কারী মো. নজরুল ইসলাম এবং কুয়াকাটা ঘাটলা কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম হাফেজ মোবাশ্বার হোসেন। দোয়া মোনাজাতে খান এ রাজ্জাকের আত্মার মাগফেরাত কামনা করা হয়।

এর আগে মরহুমের বিদেহী আত্মার শান্তি কামনায় পবিত্র কোরআন খতম করা হয়। অনুষ্ঠানে তার পরিবারের সদস্যরা ছাড়াও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।